গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ০৩ মে ২০২৪ ১১:৩৫ এএম
আপডেট : ০৩ মে ২০২৪ ১২:৪৭ পিএম
শুক্রবার সকাল ১০টা ৫০ মিনিটে গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন (কাজীবাড়ী) এলাকায় দুই ট্রেনের সংঘর্ষ হয়েছে। প্রবা ফটো
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন (কাজীবাড়ী) এলাকায় টাঙ্গাইল কমিউটার ও মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে।
শুক্রবার (৩ মে) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় অন্তত পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে দুর্ঘটনার কারণ ও হতাহতের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
জয়দেবপুর স্টেশন মাস্টার হানিফ মিয়া প্রতিদিনের বাংলাদেশকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, টাঙ্গাইল কমিউটার ট্রেনটি উত্তরবঙ্গ থেকে গাজীপুর হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। জয়দেবপুর স্টেশনের আউটার সিগন্যালে পৌঁছালে ঢাকা থেকে আসা তেলবাহী ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তবে টাঙ্গাইল কমিউটারে খুব বেশি যাত্রী ছিল না।
উদ্ধারকর্মীরা জানান, শুক্রবার টাঙ্গাইল কমিউটার ট্রেনটি বন্ধ থাকে। অন্যান্য দিন ট্রেনটি জয়দেবপুর স্টেশনে থামে। আজ বন্ধ থাকায় এটির থ্রোপাস করার কথা। অন্যদিকে ঢাকা থেকে আসা তেলবাহী ট্রেনটি স্টেশনে দাঁড়ানো ছিল। এখানে আপলাইন ও ডাউনলাইন আছে, কিন্তু কী কারণে ট্রেন দুটি মুখোমুখি হলো তদন্তের পর জানা যাবে।