× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিচারক স্বল্পতায় বিচার বিভাগ

হবিগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০২ মে ২০২৪ ১৮:৫৩ পিএম

আপডেট : ০২ মে ২০২৪ ২২:১০ পিএম

হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। প্রবা ফটো

হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। প্রবা ফটো

বিচারক স্বল্পতা, প্রয়োজনীয় অবকাঠামোর অভাব ও বাজেট স্বল্পতার কারণে বিভিন্ন ধরনের সমস্যা মোকাবিলা করতে হচ্ছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

বৃহস্পতিবার (২ মে) বেলা ৩টায় হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির হলরুমে শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

তিনি বলেন, ‘৪০ লাখ মামলার ভার নিয়ে কাজ করছে বিচার বিভাগ। তা ছাড়া বিচারক স্বল্পতা, প্রয়োজনীয় অবকাঠামোর অভাব ও বাজেট স্বল্পতার কারণে বিভিন্ন ধরনের সমস্যা মোকাবিলা করতে হচ্ছে। তবে মামলার জট কমাতে বিচার বিভাগ কাজ করছে, যার সুফল পাওয়া যাচ্ছে।’

ওবায়দুল হাসান বলেন, ‘আমি দায়িত্বভার গ্রহণ করার পর বাংলাদেশের বিচার বিভাগ ডিজিটালাইজেশন, আধুনিকীকরণ ও বিচারসেবা প্রার্থীদের সেবা সহজ করার লক্ষ্যে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছি।’

আইনজীবী সমিতির সভাপতি মো. আবুল মনসুর চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মোছাব্বির বকুলের পরিচালনায় বক্তব্য দেন, স্থানীয় সংসদ সদস্য মো. আবু জাহির, জেলা ও দায়রা জজ হাসানুল ইসলাম, জেলা প্রশাসক মোছা. জিলুফা সুলতানা ও পুলিশ সুপার মো. আক্তার হোসেন, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হারুনুর রশিদ, পিপি মো. আব্দুল মজিদ খান, জিপি মো. আফিল উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমান, আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান, হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মো. মোয়াজ্জেম হোছাইন, বিভিন্ন আদালতের বিচারকরাসহ সমিতির আইনজীবীরা।

পরে আদালত প্রাঙ্গণে আসা বিচারপ্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগারের উদ্বোধন করেন প্রধান বিচারপতি। হবিগঞ্জ গণপূর্ত বিভাগ ৪৭ লাখ টাকায় এটি বাস্তবায়ন করে।

এ ছাড়া জেলা ও দায়রা জজ আদালতের কনফারেন্স কক্ষে জেলার বিচারকদের সঙ্গে মতবিনিময় সভা করেন প্রধান বিচারপতি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা