× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী স্থানের নাম পার্বতীপুরের বিবিসি মোড়

মেনহাজুল ইসলাম, পার্বতীপুর (দিনাজপুর)

প্রকাশ : ০১ মে ২০২৪ ১৭:১৯ পিএম

আপডেট : ০১ মে ২০২৪ ১৭:২৪ পিএম

পার্বতীপুরের বিবিসি মোড়। প্রবা ফটো

পার্বতীপুরের বিবিসি মোড়। প্রবা ফটো

নাম তার বিবিসি মোড়; মোড়ে বর্তমানে নেই কোন রেডিও, খবর শুনতে আসেন না কোন শ্রোতা। তর্ক চলে না গভীর রাত পর্যন্ত। বিবিসি খবরের অনেক ভক্ত শ্রোতারাও চলে গেছেন পরোপারে। কালের বিবর্তণে অনেক কিছুরই পট পরিবর্তন হয়েছে। তবে পার্বতীপুরের বিবিসি মোড়ের কপিল উদ্দীনের সেই ছোট্ট চায়ের দোকানটি ৪৫ বছর ধরে আজও টিকে রয়েছে সাধারণ মানুষের আড্ডাস্থল হিসেবে।

জানা গেছে, পার্বতীপুর শহরের রিয়াজ নগর এলাকার পূর্ব নাম ছিলো মাহবুব মহল্লা মোড়। চার রাস্তার এই মোড়েই ছিলো মৃত ইউসুফ আলী সরকারের একটি গুমটি পান দোকান। দোকানে ছিলো একটি থ্রি ব্যান্ড রেডিও। এ্যন্টিনা লাগানো ওই রেডিওতে প্রতিদিন সকাল ও রাতে বিবিসি'র খবর শুনতে আসত এলাকার সাধারণ মানুষ। বিশেষ করে রাতের খবর শুনতে ভীড় জমতো বেশি। শ্রোতাদের বসার জন্য চট বিছিয়ে দিতো ইউসুফ আলী। আর পাশের চা দোকানদার কফিল উদ্দীন গুড়ের তৈরী চা বিক্রি করতেন শ্রোতাদের মাঝে। 

সেই সময়ের সত্তরোর্ধ্ব শ্রোতা আজিজার রহমান বলেন, ‘১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর এই মোড়ে মাত্র ৩টি দোকান ছিলো। সেই সময় এলাকায় কোন টেলিভিশন কিংবা রেডিও ছিলো না। দেশের খবর শুনতে একটাই ভরসা ছিলো ইউসুফ আলীর সেই রেডিও। প্রথম দিকে খুব একটা শ্রোতা পাওয়া না গেলেও ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর জাতি যখন সম্পূর্ণ অন্ধকারে, তখন থেকে পুরো সামরিক শাসনামলেই প্রতিদিন সন্ধ্যা ও রাতে বিবিসির শ্রোতা সংখ্যা বহুগুণে বৃদ্ধি পায় এই মোড়ে। কারণ, তখন সব তথ্য গিলে ফেলা হতো। দেশের মিডিয়াতে তেমন কোনো খবর ছিলো না। সামরিক জান্তা কোনো সংবাদ প্রকাশ ও প্রচার করতে দিত না। সেই সময়ই আমাদের সংবাদের অন্যতম উৎস ছিল একমাত্র এই বিবিসি রেডিও। বিবিসি'র নিরপেক্ষ সংবাদ শুনতে শহর ও গ্রাম থেকে শতশত মানুষ দল বেঁধে আসতো এখানে। এ কারণেই পার্বতীপুর উপজেলায় এই জায়গাটি সেই সময় 'বিবিসি মোড়' হিসেবে পরিচিতি পায়।’ 

বিবিসি মোড়ের বাসিন্দা আতাউর রহমান বলেন, ‘বিবিসি শুনতে এখানে মানুষের ভীড় জমতো সেই সময়। বিশেষ করে রাত পৌনে ৮টার বিবিসি খবর চলার সময় থাকত পিনপতন নীরবতা। এদের মধ্যে প্রয়াত চা দোকানদার কফিল উদ্দিন, জহুরুল হক, আহাম্মদ আলী, ইউসুফ আলী, আব্দুল আজিজ, মনছুর আলীর মত অনেকেই গভীর রাত পর্যন্ত এই মোড়ে অবস্থান করতেন। খবরের পর গভীর রাত পর্যন্ত চলতো রাজনৈতিক আলোচনা-সমালোচনা। এ কারণে এই এলাকার নাম সেই সময় 'বিবিসি মোড়' রাখা হয়েছিল।’ 

তিনি আরও বলেন, বিবিসি’র কর্মকর্তারা মনে হয় জানেনই না! তাদের সংবাদ সংস্থার নামে পার্বতীপুরে 'বিবিসি মোড়' নামে একটি জায়গা রয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা