× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই মাসের নিষেধাজ্ঞা শেষে রাতেই মেঘনায় নামবে জেলেরা

রাকিবুল ইসলাম, রায়পুর (লক্ষ্মীপুর)

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪ ২০:৪৮ পিএম

আপডেট : ৩০ এপ্রিল ২০২৪ ২২:১৪ পিএম

দুই মাসের নিষেধাজ্ঞা শেষে মেঘনা নদীতে মাছ ধরতে জেলেদের প্রস্তুতি চলছে।

দুই মাসের নিষেধাজ্ঞা শেষে মেঘনা নদীতে মাছ ধরতে জেলেদের প্রস্তুতি চলছে।

দুই মাসের নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত ১২টার পর থেকে লক্ষ্মীপুরের রায়পুরের মেঘনা নদীতে মাছ শিকারে নামবে জেলেরা। দুই মাসের নিষেধাজ্ঞা শেষে জাল-নৌকা নিয়ে রায়পুর উপজেলার প্রায় ৮ হাজার ৫০০ জেলে মাছ শিকারে নামবেন। এর মধ্যে সব প্রস্তুতি নিয়েছে জেলে এবং মৎস্য আড়তদাররা।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে রায়পুর উপজেলার উত্তর চরবংশী মাস্টার ঘাট এলাকা ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।

জাটকা রক্ষায় গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস রায়পুরের মেঘনাসহ দেশের ৫টি অভয়াশ্রমে নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা ছিল। অভিযান সফল হওয়ায় আগামীতে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

জেলেরা জানান, তারা মার্চ-এপ্রিল ২ মাস সরকারের নিষেধাজ্ঞা মেনে চলেছেন। এ সময় তারা নদীতে মাছ ধরতে নামেননি। তারা সরকারের দেওয়া চাল পেয়েছেন। অন্যান্য বছরের তুলনায় এবার সরকারের অভিযান অনেকটাই সফল বলে দাবি করেন তারা। এজন্য মাছের উৎপাদন বৃদ্ধি পাবে। কাঙ্ক্ষিত মাছ শিকার করে সংসারের চাকা সচল করার আশায় তারা বুক বাঁধছেন।

রায়পুর উপজেলার চাঁন্দার খাল এলাকার এক জেলে বলেন, ‘মাছ ধরতে জাল নৌকা মেরামত করেছি। নিষেধাজ্ঞার সময়টা আমাদের অনেক কষ্টে কেটেছে। আশা করি নদীতে এবার মাছ পাওয়া যাবে।’

রায়পুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. এমদাদুল হক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, নিষিদ্ধকালীন সময় উপজেলার ৪ হাজার ২৭৪ জন জেলেকে ৮০ কেজি করে চাল দেওয়া হয়েছে। এ বছর জাটকা রক্ষা কার্যক্রম সফল হয়েছে এবং জেলেরাও সহোযোগিতা করেছে। ভবিষ্যতে ইলিশের উৎপাদন আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদী তিনি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা