টেকনাফ প্রতিবেদক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪ ১৮:৪৩ পিএম
আপডেট : ৩০ এপ্রিল ২০২৪ ১৮:৫৩ পিএম
মঙ্গলবার সকালে শীলখালী চেকপোস্ট এলাকা থেকে প্রাইভেটকারে আইস ও ইয়াবাসহ চালক আটক। প্রবা ফটো
কক্সবাজারের টেকনাফে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১৬০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৬ হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ ইউনুস নামে এক চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে শীলখালী চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মোহাম্মদ ইউনুস সাবরাং ইউনিয়নের রুহুল্যার ডেফা এলাকার বশির আহম্মদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন ২ (বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের অধীন দমদমিয়া, হোয়াইক্যং, খুরেরমুখ ও শীলখালী চেকপোস্টে যানবাহনে নজরদারি বাড়ানো হয়। টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার শীলখালী চেকপোস্টে এলে তল্লাশি চলাকালীন চালকের আচরণ সন্দেহজনক মনে হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে মাদকের বিষয়টি স্বীকার করে। এরপর তল্লাশি চালিয়ে চালকের বাম পাশের সিট বেল্টের প্লাস্টিক কাভারের নিচে অভিনব পদ্ধতিতে লুকানো অবস্থায় ১৬০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়াও মাদক পাচারে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।
ওই চালকের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের পর মামলা করা হবে বলেও জানান তিনি।