× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেনীতে শব্দদূষণের অপরাধে চার বাসকে জরিমানা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪ ১৫:২৮ পিএম

আপডেট : ৩০ এপ্রিল ২০২৪ ১৬:০৯ পিএম

মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর দেবীপুর এলাকায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার তানভীর আহমেদ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। ছবি : সংগৃহীত

মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর দেবীপুর এলাকায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার তানভীর আহমেদ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। ছবি : সংগৃহীত

গণপরিবহনে হাইড্রলিক হর্ন ব্যবহার করে শব্দদূষণের অপরাধে ফেনীতে চার বাসচালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ অভিযানে নেতৃত্ব দেন।

জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর দেবীপুর এলাকায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার তানভীর আহমেদ পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালান। এ সময় হাইড্রলিক হর্ন ব্যবহার করে শব্দদূষণের অপরাধে যাত্রীবাহী সৌদিয়া পরিবহন, সিডিএম পরিবহন ও সৌদিয়া-সাওলি পরিবহন এবং যমুনা পরিবহনকে এক হাজার টাকা করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় শব্দদূষণ নিয়ন্ত্রণে চারটি পরিবহন থেকে আটটি হাইড্রলিক হর্ন ধ্বংস করা হয়। এ ছাড়া শব্দদূষণবিরোধী লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট তানভীর হোসেন, পরিদর্শক মো. শাওন শওকত, বিআরটিএ পরিদর্শক নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

সিনিয়র কেমিস্ট তানভীর হোসেন জানান, শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের এ অভিযান চলমান থাকবে। এ ছাড়া জনসচেতনতায় লিফলেট বিতরণ করা হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা