× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২৩৬৩ আনসার সদস্যকে কিছু সুবিধা দিয়ে রিট নিষ্পত্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০২ আগস্ট ২০২২ ১৯:৩৫ পিএম

আপডেট : ০২ আগস্ট ২০২২ ১৯:৪২ পিএম

২৩৬৩ আনসার সদস্যকে কিছু সুবিধা দিয়ে রিট নিষ্পত্তি

২৩৬৩ আনসার সদস্যকে কিছু সুবিধা দিয়ে রিট নিষ্পত্তি

আনসার বিদ্রোহের ঘটনায় অভিযোগ থেকে খালাস পাওয়া ২৩৬৩ জন আনসার সদস্যকে কিছু সুযোগ-সুবিধা দিয়ে তাদের রিট নিষ্পত্তি করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।  মঙ্গলবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ বেঞ্চ  এ রায় দেন।

আবেদনকারীদের আইনজীবী ব্যারিস্টার অনীক আর হক জানান, ‘সর্বোচ্চ আদালত রিটকারীদের কিছু সুযোগ-সুবিধা সংক্রান্ত পর্যবেক্ষণ দিয়ে রিট নিষ্পত্তি করে দিয়েছেন। রিটকারী আনসার সদস্যদের আপিল বিভাগ কী সুযোগ-সুবিধা দিয়েছেন তা পূর্ণাঙ্গ রায় পেলে জানতে পারব।’

বিভিন্ন দাবিদাওয়া নিয়ে ১৯৯৪ সালের ৩০ নভেম্বর আনসার বাহিনীর সদস্যদের মধ্যে অসন্তোষ দেখা দেয়, যা পরে বিদ্রোহে রূপ নেয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থার সহযোগিতায় ওই বছরের ৪ ডিসেম্বর বিদ্রোহ নিয়ন্ত্রণ করা হয়। এ ঘটনায় ২ হাজার ৬৯৬ জন কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে কয়েকজনকে চাকরিতে পুনর্বহাল করা হয়। তবে চাকরিচ্যুত থাকেন ২ হাজার ৪৯৬ আনসার সদস্য। পরে তাদের বিরুদ্ধে পৃথক ৭টি ফৌজদারি মামলা করা হয়। তবে অভিযুক্তরা বিচারে খালাস পান। এ অবস্থায় তারা চাকরি ফিরে পেতে রাষ্ট্রপতির কাছে আবেদন করলেও  ফিরিয়ে দেওয়া হয়নি। এর পরিপ্রেক্ষিতে ২০১৮ সালের বিভিন্ন সময়ে ২৩৬৩ জন চাকরিতে পুনর্বহালের নির্দেশনা চেয়ে রিট করেন। হাইকোর্ট তাদের চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন এবং তা রায় পাওয়ার তিন মাসের মধ্যে বাস্তবায়ন করতে বলেন। এরপর আনসার ভিডিপির মহাপরিচালক হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন। সেই আপিলের শুনানি গত ১৬ জুন শেষ হয় আপিল বিভাগে।

/জেআই/

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা