× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৫ বছর পর গঠনমূলক নির্বাচনে ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতি

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪ ২০:২৭ পিএম

আপডেট : ২৯ এপ্রিল ২০২৪ ২০:৩৭ পিএম

নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক শেখ সাবীর আলী। প্রবা ফটো

নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক শেখ সাবীর আলী। প্রবা ফটো

দীর্ঘ ১৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনাজপুরের ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতি নির্বাচন।

রবিবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে পৌরবাজারের এনএন সুপার মার্কেটে অবস্থিত অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে  এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক শেখ সাবীর আলী। এসময় উপস্থিত ছিলেন সদস্য সহকারী অধ্যাপক জারজিস আহম্মেদ ও সহকারী অধ্যাপক খুরশিদ আলম নাদিম এবং থানা ব্যবসায়ীর অন্যতম নেতা আব্দুল কাইয়ুম প্রমুখ।

তফসিলে বলা হয়েছে, আগামী ২ মে খসড়া ভোটার তালিকা প্রকাশ, ৩ মে আপত্তি দাখিল ও আপত্তি শুনানি, ৪ মে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ৫ মে মনোনয়নপত্র সংগ্রহ ও বিতরণ, ৬ মে মনোনয়নপত্র জমাদান, ৭ মে মনোনয়নপত্র যাচাই-বাছাই, ৮ মে খসড়া মনোনয়নপত্রের তালিকা প্রকাশ, ৯ মে মনোনয়নপত্র প্রত্যাহার, ১০ মে প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ, ১১ মে প্রতীক বরাদ্দ এবং ১৮ মে ভোটগ্রহণ। 

সংগঠনটিকে পুনর্জীবিত করতে গত বছরের সেপ্টেম্বরে উদ্যোগ নেন একদল তরুণ ব্যবসায়ী। তাদের মধ্যে আরমান হোসেন রোমান, সোহেল রানা ও হারুন উর রশিদ বলেন, দীর্ঘদিন যাবত ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতি নির্বাচন না হওয়ায় এর কার্যক্রম স্থগিত হয়ে পড়েছিল। পড়ে আমরা উদ্যোগ নিয়ে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেই। এ পর্যন্ত ১০২৪ জন সদস্য পদের জন্য ফরম জমা দিয়েছেন।  

আহ্বায়ক শেখ সাবীর আলী বলেন, সমিতিটি দীর্ঘদিন যাবৎ মুখ থুবড়ে পড়েছিল। স্থানীয় কিছু  তরুণ ব্যবসায়ী উদ্যোগ নিয়েছে বলেই আজ দীর্ঘ ১৫ বছর পর আবারও নির্বাচনের মাধ্যমে সমিটির কমিটি গঠন হতে যাচ্ছে। খুবই আনন্দ ও উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে নির্বাচনটি সম্পন্ন হবে।

এর আগে ২০০৮ সালে ভোটগ্রহণের মাধ্যমে নিবন্ধনপ্রাপ্ত দিনাজপুরের ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা