× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতিদ্বন্দ্বিতাহীন ভোট চুন ছাড়া পানের মতো: ইসি রাশেদা

ঠাকুরগাঁও প্রতিবেদক

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪ ১৬:২২ পিএম

আপডেট : ২৯ এপ্রিল ২০২৪ ১৬:২৩ পিএম

প্রতিদ্বন্দ্বিতাহীন ভোট চুন ছাড়া পানের মতো: ইসি রাশেদা

চুন ছাড়া পানের যেমন টেস্ট লাগে না, প্রতিদ্বন্দ্বিতাহীন ও ভোটারবিহীন ভোট অনেকটা তেমনিই বলে মনে করেন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা। তাই নির্বাচনে ভোটারদের সরব উপস্থিতি চান তিনি। এজন্য ভোটারদের কেন্দ্রে এনে ভোট দেওয়ার পরিবেশ তৈরি করতে প্রার্থী হিসেবে তাদের প্রতি নিজেদের দায়িত্ব পালনের আহ্বান জানান ইসি।

তিনি বলেন, ‘প্রতিদ্বন্দ্বিতাহীন ভোট অনেকটা চুন ছাড়া পানের মতো, চুন ছাড়া নাকি পানের টেস্ট লাগে না। নির্বাচনের বিষয়টাও কিন্তু এরকম। এজন্য এখানে আপনাদের সরব প্রতিদ্বন্দ্বিতা যেমন দরকার, তেমনি ভোটারদের উপস্থিতি, তাদের কেন্দ্রে আনা এবং ভোট দেওয়ার পরিবেশ তৈরি করা অত্যন্ত জরুরি। এটা আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু নির্বাচন কমিশন একা পারবে না।’

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে প্রচারণা চালানোর আহ্বান জানিয়ে নির্বাচন কমিশনার বলেন, ‘এখানে আপনাদের যা করতে বলা হয়েছে আর যা করতে নিষেধ করা হয়েছে- এ দুটো মেনে চলা। আইনের মধ্যে থেকে যেটা করতে বলা হয়েছে সেটা করেন, যেটা বলছে করবেন না সেটা করবেন না। আপনারা আমাদের এই সহযোগিতাটা দিবেন। তাহলে আমরা একটা ভাল নির্বাচন করতে পারব।’

রাশেদা সুলতানা বলেন, ‘উপজেলা নির্বাচনে আমরা কোনো প্রভাব করতে দিব না। আমাদের কাছে যদি কেউ তথ্য দিয়ে প্রমাণ দিতে পারে অথবা আমরা যদি আপনাদের মাধ্যমে সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাই তাহলে ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘আপনার নিশ্চিয়ই জেনে থাকতে পারেন জৈনক একজন এমপি অথবা মন্ত্রী প্রকাশ্যে বলেছেন- ‘‘আপনারা যদি আমার ছেলেকে ভোট না দেন তাহলে উন্নয়ন করব না।’’ বিষয়টি আমাদের নজরে আসার পরই ওই এমপিকে কমিশনে তলব করা হয়েছে এবং আমরা আইনি ব্যবস্থা নিয়ে নেব।’

‘শুধু এখানে নয়, যেখানেই এমন প্রভাব দেখানোর ঘটনা তথ্যসহ আমাদের নজরে আনেন বা প্রার্থীরা তথ্য প্রমাণসহ লিখিত অভিযোগ দিলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এটা আমাদের অব্যাহত আছে, থাকবে। এ ব্যাপারে আমরা কোনো ধরনের নমনীয়তায় আসব না,’ যোগ করেন ইসি রাশেদা।

তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, ভোটারের মধ্যে একটা ভোট দেওয়ার প্রবণতা তৈরি হয়েছে। সেই সঙ্গে ভোট দেওয়ার পরিবেশটা তৈরি হয়েছে। সেটা আরও বেশি সুশৃঙ্খল থাকবে এবং ভোটার উপস্থিতি আসবে- এটা আমার বিশ্বাস।’

এই নির্বাচন কমিশনার আরও বলেন, ‘শুধু সাংবাদিক নীতিমালায় নয়, আমরা আরপিও যেটাই মূল আইন নির্বাচন কমিশনের সেখানে কিন্তু আমরা কিছু সংশোধনী এনেছি। যদি কোনো দুষ্কৃতকারী বা দুর্বৃত্তরা কোনো সাংবাদিককে যদি নির্বাচনের দায়িত্ব পালন করার সময় আক্রমণ করে বা সাংবাদিকতায় ব্যবহার যন্ত্রপাতি ভাঙ্গে অথবা লাঞ্ছিত করে তাহলে শাস্তির আওতায় আনা হবে। এটা আমরাই নিবাচন কমিশনের আরপিওতে সংশোধনী এনেছি।’

ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় জেলার পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠকসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁওয়ের উপজেলাগুলোতে অংশগ্রহণকারী প্রার্থীরা বক্তব্য দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা