× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্কুল থেকে ফেরার পথে নদীতে ডুবে কিশোর-কিশোরীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪ ১৪:৪৩ পিএম

আপডেট : ২৯ এপ্রিল ২০২৪ ১৬:১১ পিএম

কিশোরী মারিয়া ও কিশোর শাকিলের ডুবে মারা যাওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। প্রবা ফটো

কিশোরী মারিয়া ও কিশোর শাকিলের ডুবে মারা যাওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। প্রবা ফটো

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্কুল থেকে বাড়ি ফেরার পথে মহানন্দা নদীতে গোসলে নেমে এক কিশোর ও এক কিশোরীর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার ধাইনগর ইউনিয়নের নাককাটিতলা বাজার এলাকার মহানন্দার নদীর ঘাটে তারা ডুবে যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। 

পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা তাদের মরদেহ উদ্ধার করে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সুকমোল চন্দ্র দেবনাথ এসব তথ্য নিশ্চিত করেছেন। 

মৃতরা হলেন শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের মো. আলমগীরের মেয়ে মোসা. মারিয়া। তার বয়স আনুমানিক নয় বছর। এবং একই এলাকার মো. রাসেল আলীর ছেলে মো. শাকিল। তার বয়স আনুমানিক আট। 

তারা দুজনই বামুনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। তারা দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী বলে নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেহানা বেগম। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয় ছুটির পরে মহানন্দা নদীতে গোসল করতে নামে সহপাঠী মারিয়া ও শাকিল। পা পিচলে পড়ে গিয়ে তারা নদীটির গভিরতায় ডুবে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় মরদেহ দুটি উদ্ধার করতে সক্ষম হয়। তারপর ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়।

ওসি সুকমোল চন্দ্র দেবনাথ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। আইনানুগ ব্যবস্থা নিয়ে পরিবারের কাছে তাদের মরদেহ হস্তান্তর করবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা