× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘পাগল হাসান চত্বর’ নামকরণের দাবি সংস্কৃতিকর্মীদের

সুনামগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪ ০১:০৩ এএম

আপডেট : ২৯ এপ্রিল ২০২৪ ১১:২৫ এএম

ছাতক উপজেলার সুরমা ব্রিজ সংলগ্ন চত্বরটি ‘পাগল হাসান চত্বর’ নামকরণের জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন জানিয়েছেন সুনামগঞ্জের সংস্কৃতিকর্মীরা। প্রবা ফটো

ছাতক উপজেলার সুরমা ব্রিজ সংলগ্ন চত্বরটি ‘পাগল হাসান চত্বর’ নামকরণের জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন জানিয়েছেন সুনামগঞ্জের সংস্কৃতিকর্মীরা। প্রবা ফটো

প্রয়াত গীতিকার, সুরকার, সংগীতশিল্পী মতিউর রহমানের (পাগল হাসান) নামে সুনামগঞ্জের ছাতক উপজেলার সুরমা ব্রিজ সংলগ্ন চত্বরটি ‘পাগল হাসান চত্বর’ নামকরণের জন্য লিখিতভাবে আবেদন জানিয়েছেন সুনামগঞ্জের সংস্কৃতিকর্মীরা।

রবিবার (২৮ এপ্রিল) বিকালে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী আবেদনপত্রটি গ্রহণ করেন। গত দুই দিনে দাবির পক্ষে সংস্কৃতিকর্মীরা বিভিন্ন উপজেলায় গণস্বাক্ষর সংগ্রহ করেন। আবেদনপত্রে সুনামগঞ্জ জেলার ১ হাজার ৬২৫ জন সংস্কৃতিকর্মী স্বাক্ষর প্রদান করেন।

আবেদনপত্রে উল্লেখ করা হয়, ১৮ এপ্রিল ছাতকের ব্রিজ সংলগ্ন স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মতিউর রহমান (পাগল হাসান) নিহত হন। তার অকালপ্রয়াণে দেশ ও বাইরের ভক্ত-শুভানুধ্যায়ীরা শোকে স্তব্ধ হয়ে যান। আমরা মনে করি পাগল হাসান এ অঞ্চলের মরমি কবি হাছন রাজা, সৈয়দ শাহ্ নূর, বৈষ্ণব কবি রাধারমণ দত্ত, জ্ঞানের সাগর দুর্বিন শাহ, বাউল কামাল পাশা, বাউল সম্রাট শাহ আবদুল করিম, গিয়াস উদ্দিন, কফিল উদ্দিন সরকারের সুযোগ্য উত্তরসূরি। অল্প সময়েই তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে বিশ্বের সব বাংলা ভাষাভাষী মানুষের মাঝে। তার মৃত্যুতে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

আবেদনপত্র দেওয়ার সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, থিয়েটার সুনামগঞ্জের দলপ্রধান দেওয়ান গিয়াস চৌধুরী, সুনামগঞ্জ কালচারাল ফোরামের সাধারণ সম্পাদক রিপন চন্দ, ফ্রেন্ডস টার্গেট ব্যান্ডের সভাপতি উব্বিইয়া মোবারক নাবিল, যন্ত্রশিল্পী রুম্মান আলতাফ, রঙ্গালয় সুনামগঞ্জ থিয়েটারের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ও সংস্কৃতিকর্মী নয়ন দে, কৌশল দাশ বিজন, নাট্যকর্মী জাওয়াদ।

জেলা প্রশাসক মো. রাশেদ ইকবাল চৌধুরী ‘পাগল হাসান চত্বর’ নামকরণের বিষয়ে সংস্কৃতিকর্মীদের আশ্বস্ত করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা