× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় বিস্ফোরণে বিধ্বস্ত বসতবাড়ি, শিশুসহ আহত ৪

বগুড়া অফিস

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪ ২৩:৩২ পিএম

আপডেট : ২৯ এপ্রিল ২০২৪ ০৮:৫৮ এএম

বগুড়া সদরের একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রবা ফটো

বগুড়া সদরের একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রবা ফটো

বগুড়ায় একটি বসতবাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (২৮ এপ্রিল) রাত ৯টার দিকে শহরের মালতিনগর মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় বিস্ফোরণে ও দেয়ালের চাপায় পড়ে ৩ জন শিশুসহ চারজন গুরুত্বর আহত হয়েছেন। তাদের শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।

আহতরা হলেন, মোল্লাপাড়া এলাকার রেজাউল করিমের স্ত্রী রেবেকা সুলতানা, তার মেয়ের সুমাইয়া আক্তার, আপন ছোট ভাইয়ের জ্বীম ও প্রতিবেশী আলী হোসেন বাবুর মেয়ে তাসনিম বুশরা। এঘটনায় তাসনিম বুশরার অবস্থা আশংকাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে হঠাৎ বিকট শব্দ শোনা যায়। তারা এসে দেখতে পান বিস্ফোরণে উড়ে গেছে ঘরের আসবাবপত্র, ভেঙে গেছে বাড়ির দুটি ঘরের সবকিছু। সেসময় বাড়িতে থাকা ৩ শিশুসহ চারজন ভাঙ্গা দেয়ালের নিচে আহত অবস্থায় পড়ে ছিল। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

বিস্ফোরণে বিধ্বস্ত বাড়ি। প্রবা ফটো

বাড়ির মালিক রেজাউল করিম বলেন, ‘বাড়ি থেকে বের হয়ে এশার নামাজ পড়তে যাই। নামাজরত অবস্থায় বিকট শব্দ শুনতে পাই। বের হয়ে শুনি আমার বাড়িতে বিস্ফোরণ হয়েছে। এসে দেখি আমার বাড়ি বিধ্বস্ত হয়েছে। আমার স্ত্রী, মেয়ে, ভাতিজি এবং প্রতিবেশী একজনের মেয়ে আহত হয়ে পড়ে আছে। তবে কিভাবে কি হলো কিছু বুঝতে পারছি না।’

বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলী আশরাফ বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। ঘরের বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখি। এতে তিন শিশুসহ চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৪ বছর বয়সী তাসনীন বুশরার অবস্থা আশংকাজনক।’

তিনি আরও বলেন, ‘কি থেকে এ বিস্ফোরণ হয়েছে তা এখনও জানা যায়নি। তবে জানা গেছে ওই বাড়িতে আতশবাজি বানানোর কাজ করা হত। ওই বাড়ি থেকে পটকাও উদ্ধার করা হয়েছে। আমাদের তদন্ত কাজ অব্যাহত আছে।’

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক খন্দকার আব্দুল জলিল বলেন, ‘আমরা প্রাথমিকভাবে ধারণা করেছিলাম গ্যাস সিলিন্ডার থেকে এই বিস্ফোরণ হতে পারে। কিন্তু আমরা এই বাড়ি থেকে তিনটি গ্যাস সিলিন্ডার উদ্ধার করেছি। তবে সেগুলো অক্ষত আছে। সিলিন্ডার লিকেজ থেকে এ বিস্ফোরণ কিনা তা আমরাও তদন্ত করছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা