জামালপুর প্রতিবেদক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪ ১৯:০৩ পিএম
আপডেট : ২৮ এপ্রিল ২০২৪ ২০:২৮ পিএম
প্রতীকী ছবি।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে ফেরদৌস আলী নামে ব্যাটারিচালিত এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে তার নিজ বাড়িতে অটোরিকশার ব্যাটারিতে চার্জ দেওয়ার সময় এ ঘটনা ঘটে।
নিহত ফেরদৌস আলী বগারচর ইউনিয়নের টালিয়াপাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান প্রামাণিক মাসুম জানান, ফেরদৌস আলী দুপুরের দিকে নিজ বাড়িতে ব্যাটারিচালিত অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে পড়েন। এর কিছুক্ষণ পর তিনি ঘটনাস্থলেই মারা যান।
বকশীগঞ্জ থানার উপপরিদর্শক মানিক মিয়া জানান, বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যুর ঘটনায় পরিবারের কোনো আপত্তি না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।