× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডাকাতির কাজে ব্যবহৃত র‍্যাবের পোশাক-পিস্তল উদ্ধার

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪ ১৭:৩৬ পিএম

আপডেট : ২৮ এপ্রিল ২০২৪ ১৮:০১ পিএম

কাশিয়ানী থানা পুলিশের সহায়তায় ডাকাতির কাজে ব্যবহৃত র‍্যাবের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে গজারিয়া থানা পুলিশ। প্রবা ফটো

কাশিয়ানী থানা পুলিশের সহায়তায় ডাকাতির কাজে ব্যবহৃত র‍্যাবের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে গজারিয়া থানা পুলিশ। প্রবা ফটো

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বাস থামিয়ে র‍্যাব সদস্য পরিচয়ে ডাকাতির ঘটনায় ডাকাতির কাজে ব্যবহৃত র‍্যাবের নকল পোশাক, ওয়াকিটকি, নকল পিস্তলসহ নানা মালামাল উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২৮ এপ্রিল) সকালে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের চর-চাপতা গ্রামে অভিযান চালিয়ে হাবিবুর মোল্লার বাড়ির নিচ তালার একটি ঘর থেকে এসব মালামাল উদ্ধার করা হয়।

এর আগে গত ২৬ এপ্রিল গজারিয়া থানায় মামলা করেন ভুক্তভোগী নুরুজ্জামান। ওই দিন বিকালে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ বাজার থেকে ডাকাতিতে ব্যবহৃত মাইক্রোবাসের চালক নজরুলকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে এসব মালামাল উদ্ধার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা কেএম রিয়াজুল ইসলাম জানান, ‘গত ২৩ এপ্রিল দুবাই ফেরত কুমিল্লা জেলার তিতাস থানার বাসিন্দা নুরুজ্জামান বাসযোগে বাড়ি ফিরছিলেন। বিকাল ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওই বাসের গতি রোধ করে তাকে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায় র‍্যাব পরিচয় দেওয়া কয়েকজন দুর্বৃত্ত।’

তিনি বলেন, ‘এ সময় র‍্যাবের ক্যাপ্টেন পরিচয় দেওয়া জালালউদ্দিন ওরফে রবিউলের নেতৃত্বে অস্ত্রের মুখে তার (নুরুজ্জামান) কাছে থাকা নগদ ১৭ লাখ টাকা ও ২৮ লাখ টাকার স্বর্ণালংকারসহ মোট ৪৫ লাখ টাকার মালামাল নিয়ে যায়। পরে নারায়ণগঞ্জ জেলার লাঙ্গলবন্ধ থানার একটি ইটের ভাটার পাশে তাকে ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা।

ভুয়া ক্যাপ্টেন পরিচয়দানকারী জালালউদ্দিন ওরফে রবিউলের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কুসুমদিয়া গ্রামে। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে একাধিক ডাকাতি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজিব খান বলেন, ‘ডাকাতির কাজে ব্যবহৃত র‍্যাবের নকল পোশাক, ওয়াকিটকি, পিস্তলসহ উদ্ধারকৃত মালামাল আলামত হিসেবে জব্দ করা হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা