× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নোয়াখালীতে শ্রেণিকক্ষে ‘হিট স্ট্রোকে’ অজ্ঞান মাদ্রাসাছাত্রী

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪ ১৫:৩০ পিএম

আপডেট : ২৮ এপ্রিল ২০২৪ ১৬:২৬ পিএম

আফিফা রিজওয়ানা চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। প্রবা ফটো

আফিফা রিজওয়ানা চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। প্রবা ফটো

নোয়াখালীর বেগমগঞ্জে পাঠদানের আগেই ‘হিট স্ট্রোকে’ আফিফা রিজওয়ানা নামের এক শিক্ষার্থীর অজ্ঞান হওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (২৮ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার আমান উল্যাপুরের জয়নারায়নপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। তাকে তাৎক্ষণিকভাবে ছুটি দেওয়া হয়। মাদ্রাসাটিতে আফিফা ছাড়াও আরও বেশ কয়েকজন শিক্ষার্থীর এমন অবস্থা হয়েছে।

অজ্ঞান হওয়া আফিফা রিজওয়ানা জয়নারায়নপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এবং ওই মাদ্রাসার শিক্ষক দেলোয়ার হোসেনের মেয়ে। 

জানা যায়, সকাল ১০টা ২০ মিনিট থেকে ক্লাস শুরু হওয়ার কথা ছিল। সবাই শ্রেণিকক্ষে শিক্ষকের জন্য অপেক্ষা করছিলেন। ১০টা দিকে আফিফা হঠাৎ গরম সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায়। তারপর সবাই তার মাথায় পানি ঢালতে থাকে এবং তারপর তার বাবা দেলোয়ার হোসেন তাকে বাড়িতে নিয়ে যায়।

মাদ্রাসার সহকারী অধ্যাপক জামাল উদ্দিন বলেন, আফিফা অজ্ঞান হয়ে পড়লে আমরা দ্রুত মাথায় পানি দিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দিই। তার বাবা তাকে চিকিৎসা দিচ্ছেন। আফিফা ছাড়াও আরও বেশ কয়েকজন শিক্ষার্থীর এমন অবস্থা হয়েছে। যাদের খারাপ লাগে বা গরমে অস্বস্তি লাগে আমরা তাদের ছুটি দিয়ে দিচ্ছি।

মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল তৈয়ুব উল্যাহ বলেন, আমাদের ক্লাস শুরু ১০টা ২০ মিনিট থেকে। তার আগেই এমন ঘটনা ঘটেছে। বিদ্যুৎ না থাকায় অনেক শিক্ষার্থী অসুস্থ হয়েছে। পাঠদানের সময় বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন থাকলে এমন ঘটনা ঘটবে না। 

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমান বলেন, আমি এ বিষয়ে এখনও কিছু জানি না। আপনার কাছে শুনলাম। বিদ্যুৎ সমস্যার জন্য যদি এমন হয় তাহলে আমি বিদ্যুৎ অফিসের সঙ্গে কথা বলব। পাশাপাশি শিক্ষা-কর্মকর্তাকে বিস্তারিত জানার জন্য বলব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা