× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চুয়েট শিক্ষার্থী নিহত

মালিক-শ্রমিকদের ৪৮ ঘণ্টার ধর্মঘটে চরম ভোগান্তি চট্টগ্রামে

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪ ১৪:১৫ পিএম

আপডেট : ২৮ এপ্রিল ২০২৪ ১৪:৫৬ পিএম

ধর্মঘটের কারণে গণপরিবহনের বেশিরভাগ বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন চট্টগ্রাম শহরের সাধারণ মানুষ। রবিবার দুপুর ১২টার দিকে নগরীর বহদ্দারহাটে। প্রবা ফটো

ধর্মঘটের কারণে গণপরিবহনের বেশিরভাগ বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন চট্টগ্রাম শহরের সাধারণ মানুষ। রবিবার দুপুর ১২টার দিকে নগরীর বহদ্দারহাটে। প্রবা ফটো

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থী বাসচাপায় নিহতের ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কয়েকটি বাসে ভাঙচুর চালায় ও আগুন দেয়। শিক্ষার্থীদের এমন কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় বৃহত্তর চট্টগ্রামে গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ৪৮ ঘণ্টার ধর্মঘট চলছে। তীব্র দাবদাহও ও ধর্মঘটের কারণে গাড়ি সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন চট্টগ্রামের যাত্রীরা। 

তবে চট্টগ্রাম গণপরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা এ ধর্মঘটকে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ অটোরিকশা হালকা যান পরিবহন শ্রমিক ফেডারেশন এবং পিকআপ-সিএনজি-টেম্পু ও পণ্য পরিবহন মালিকচালক ঐক্য পরিষদ। তাই নগরীতে তুলনামূলকভাবে বাস কম চললেও টেম্পু, সিএনজি অটোরিকশা, থ্রি-হুইলার চলাচল করছে। তবে বহদ্দারহাটসহ কয়েকটি স্থানে পরিবহন শ্রমিকেরা যান চলাচলে বাধা দেওয়ার ঘটনাও ঘটেছে।

রবিবার (২৮ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে গিয়ে দেখা যায়, গণপরিবহন সংকটের কারণে বাধ্য হয়ে টেম্পু, সিএনজি অটোরিকশা করে যাতায়াত করছেন যাত্রীরা। আবার অনেকে এ তীব্র রোদে ছাতা হাতে নিয়ে নিজ নিজ গন্তব্যে হেঁটে যেতে দেখা যায়। 

নগরীর কাজিরদেউরি, ওয়াসা, নিউমার্কেট, জিইসি, ২নং গেট, টাইগারপাস, চকবাজার, মুরাদপুর, বহদ্দারহাট, অক্সিজেন, অলঙ্কার মোড়সহ বিভিন্ন স্থানে এ তীব্র গরমে গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা গেছে।

বহদ্দারহাট এলাকায় গিয়ে কথা হয় মো. শাহ আলম নামে পটিয়ার এক বাসিন্দার সঙ্গে। তিনি বলেন, ‘বাবার ডায়বেটিসের চিকিৎসায় শহরে এসেছি ডাক্তার দেখাতে। নিয়মিত আসতে হয় আমাদের। সকাল থেকে বেরিয়েছি। কিন্তু কোনো বাস পাচ্ছি না। বহদ্দারহাট পর্যন্ত আসতে দুটি গাড়ি পাল্টিয়েছি। ধর্মঘটের বিষয়টা জানতাম না। খুব কষ্টে পড়ে গেলাম।’ 

শুধু শাহ আলম নয়। তার মতো শত শত যাত্রী ধর্মঘটের কারণে চরম বেকায়দায় পড়েছেন।

সাহাব উদ্দিন নামে এক কলেজছাত্র বলেন, ‘সকালে খুব কষ্ট হয়েছে কোচিংয়ে আসতে। কোনো বাস নাই। দুয়েকটি টেম্পু চলছে, সেখানে খুব ঠেলাঠেলি করে উঠে এসেছি আগ্রাবাদ থেকে।’

চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মঞ্জুর আলম চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘৪ দফা দাবিতে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার সব রুটে আমাদের ধর্মঘট চলছে। রবিবার সকাল ছয়টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা বৃহত্তর চট্টগ্রামের এ পাঁচ জেলায় এই পরিবহন ধর্মঘট চলবে। তবে পণ্যবাহী গাড়িগুলো এর আওতা মুক্ত রয়েছে।’

৪ দফা দাবিগুলো হচ্ছে, যখন তখন বাস মালিক-কর্মচারীদের গ্রেপ্তার করা যাবে না। বাস মালিক-কর্মচারীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার। চট্টগ্রাম-কাপ্তাই সড়কে দুর্ঘটনাকে কেন্দ্র করে বাস পোড়ানো ও বাস চলাচলে বাধাদানকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। সড়ক দুর্ঘটনায় প্রভাবশালী ব্যক্তিদের হস্তক্ষেপ বন্ধ এবং সড়ক-মহাসড়কে অনুমোদনহীন বাস চলাচল বন্ধ করা। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা