× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোটারদের তৃষ্ণা মেটাতে পানির কলস নিয়ে লাইনে প্রার্থীর কর্মীরা

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪ ১২:১৭ পিএম

আপডেট : ২৮ এপ্রিল ২০২৪ ১২:৪৪ পিএম

পানির কলস হাতে ভোটকেন্দ্রে প্রার্থীর কর্মীরা। প্রবা ফটো

পানির কলস হাতে ভোটকেন্দ্রে প্রার্থীর কর্মীরা। প্রবা ফটো

লক্ষ্মীপুর সদর উপজেলার ৫ নম্বর ইউনিয়নে ১৩ বছর পর ভোটগ্রহণ চলছে। ভোট দিতে কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের উপচে পড়া ভিড় দেখা গেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লাইনে দাঁড়ানো ভোটাররা গরমের তীব্রতায় অতিষ্ঠ হয়ে পড়েছেন। এমতাবস্থায় ভোটারদের তৃষ্ণা মেটাতে পানির কলস হাতে প্রার্থীর কর্মীদের লাইনে দাঁড়াতে দেখা যায়।

রবিবার (২৮ এপ্রিল) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুরে ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সকালে ৮টায় ভোট শুরুর সময় ২৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। 

এদিকে গরমে অতিষ্ঠ ভোটারদের তৃষ্ণা মেটাতে পানির কলসি-জগ নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের কর্মীদের। তৃষ্ণার্তরা চাওয়া মাত্রই পানি পান করাতে ব্যস্ত হয়ে পড়ছে তারা। তীব্র গরমে ভোটারদের পাশাপাশি কর্মীদের শরীরের ঘাম ঝরতেও দেখা গেছে। গরমে অতিষ্ঠ হয়ে লাইন ভেঙে অনেক ভোটার গাছের ছায়ায় গিয়ে অবস্থান নেই। কয়েকজন নারী ভোটারকে ছাতা মাথায় দিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

সকাল থেকে সদর উপজেলার লাহারকান্দির আবিরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেওয়ারীগঞ্জের হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব চরমনসা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আধারমানিক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চর উভূতি সরকার প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গেলে ভোটারদের ভিড় দেখা যায়। 

ভোটার রাহেলা বেগম, আয়েশা খাতুন ও জেসমিন আক্তারসহ কয়েকজন জানায়, প্রচণ্ড গরম। রোদের মধ্যে দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করতে হচ্ছে। এমন জানলে ভোট দিতে আসতাম না। একটুও বাতাস নেই, ছায়াও নেই। 

তেওয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ওমর ফারুক ইবনে হুছাইন ভুলু প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমও বাড়ছে। ভোটাররা ক্লান্ত হয়ে পড়ছে। গরমে তাদের তৃষ্ণা মেটাতে প্রত্যেকটি কেন্দ্রেই কর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে। 

সীমানা জটিলতার কারণে প্রায় ১৩ বছর স্থগিত ছিল লক্ষ্মীপুরের ৫ ইউনিয়নের নির্বাচন। ইউনিয়নগুলো হলো দক্ষিণ হামছাদী, দালাল বাজার, বাঙ্গাখাঁ, লাহারকান্দি ও তেওয়ারীগঞ্জ। সকাল ৮টা থেকে এসব ইউনিয়নের ৪৬টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ৫ টি ইউনিয়নে ২৮ জন চেয়ারম্যান, ২২৫ জন সদস্য ও সংরক্ষিত ওয়ার্ডে ৬৩ জন সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইউনিয়নগুলোতে ভোটার রয়েছে ১ লাখ ২২ হাজার ৯২৮ জন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা