× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এমপিরা নিজ এলাকায় চিকিৎসা নিলে জনগণের আস্থা বাড়বে : স্বাস্থ্যমন্ত্রী

নড়াইল প্রতিবেদক

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪ ২২:১৯ পিএম

আপডেট : ২৭ এপ্রিল ২০২৪ ২২:৩০ পিএম

এমপিরা নিজ এলাকায় চিকিৎসা নিলে জনগণের আস্থা বাড়বে : স্বাস্থ্যমন্ত্রী

সংসদ সদস্য (এমপি) ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিজ নিজ এলাকার সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবা নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। শনিবার (২৭ এপ্রিল) বিকালে নড়াইলে আড়াইশ শয্যা হাসপাতালের নবনির্মিত ভবন উদ্বোধনের পর সদর হাসপাতালের সভাকক্ষে মতবিনিময়কালে এ আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘স্থানীয় এমপিসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যদি তাদের নিজ নিজ এলাকার সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবা নেন তাহলে হাসপাতালের চিকিৎসাসেবার ওপর সাধারণ জনগণের আস্থা আরও বেড়ে যাবে।’

মন্ত্রী তার কর্মপরিকল্পনা জানিয়ে বলেন, ‘জনগণের  দোরগোড়ায়  স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চাই। জনগণ যদি তৃণমূলে ভালো স্বাস্থ্যসেবা পান তাহলে তাদের আর ঢাকা যশোর যেতে হবে না। আমি একজন চিকিৎসক হিসেবে স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব।’

ভুল চিকিৎসার অজুহাত দেখিয়ে চিকিৎসকদের ওপর হামলা মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন সামন্ত লাল। এ সময় চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা চিকিৎসাসেবা নিতে আসা লোকজনকে সর্বোচ্চ পেশাদারত্ব নিয়ে সেবা দেবেন। নির্ভয়ে কাজ করেন। আমরা আপনাদের সুরক্ষা দেব।’ 

বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্য বিভাগকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে, যেসব হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের নিবন্ধন নেই বা উপযুক্ত পরিবেশ নেই, সেগুলোর অনুমোদন দেওয়া হবে না। স্বাস্থ্য বিভাগের বিভিন্ন শর্তাবলি মানতে হবে।’ অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এ সময় সিভিল  সার্জনকে নির্দেশ দেন মন্ত্রী। 

নড়াইল সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল গাফফারের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মর্তুজা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোহাম্মদ খুরশীদ আলম, নড়াইলের সিভিল সার্জন ডা. সাজেদা বেগম পলিন প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, পুলিশ সুপার মেহেদী হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস প্রমুখ।  অধিদপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গতকাল লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩১ শয্যাবিশিষ্ট নবনির্মিত ভবনও উদ্বোধন করেছেন মন্ত্রী। 

নড়াইলে যাওয়ার আগে গতকাল দুপুরে স্বাস্থ্যমন্ত্রী গোপালগঞ্জের টুঙ্গীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় তৃণমূলে চিকিৎসায় অব্যবস্থাপনা নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘আমার নির্দেশ একটাই তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবাকে উন্নত করা।’ কর্মস্থলে অনুপস্থিত চিকিৎসকদের ব্যাপারে তিনি বলেন, ‘কেন ডাক্তাররা (কর্মস্থলে) থাকেন না, সে বিষয়ে ডিজিসহ মন্ত্রণালয়ের সকলকে বলেছি। ইতোমধ্যে যে সমস্ত জায়গায় ডাক্তার ছিলেন না, তাদের শোকজ করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এর আগে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি। প্রার্থনা করেন বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা। পরে দেশের প্রথম কমিউনিটি ক্লিনিক টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে যান তিনি। এ ছাড়া বঙ্গবন্ধুর মায়ের নামে প্রতিষ্ঠিত শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতাল, গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল ও শেখ ফজিলাতুন নেছা মুজিব চক্ষু হাসপাতাল পরিদর্শন করেন সামন্ত লাল সেন।    

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা