× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাংবাদিক নাদিম হত্যা

দশ মাসেও গ্রেপ্তার হয়নি মূল হত্যাকারী, পরিবারকে হুমকি

জামালপুর প্রতিবেদক

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪ ১৪:৫১ পিএম

আপডেট : ২৭ এপ্রিল ২০২৪ ১৫:২৮ পিএম

শনিবার সকালে নাদিম হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুর প্রেস ক্লাব রোডে মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

শনিবার সকালে নাদিম হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুর প্রেস ক্লাব রোডে মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

জামালপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি ও একাত্তর টিভির বকশিগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার দশ মাস পেরিয়ে গেলেও মামলার ২ নম্বর আসামি ও মূল হত্যাকারী ফাহিম ফয়সাল রিফাতকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে মামলা ভিন্ন খাতে নেওয়ার জন্য জামিনে থাকা কয়েকজন আসামি নাদিমের স্ত্রী ও  পরিবারকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। 

শনিবার (২৭ এপ্রিল) সকালে জামালপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে নাদিম হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুর প্রেস ক্লাব রোডে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে এ হত্যা মামলার বাদী নাদিমের স্ত্রী মনিরা বেগম অভিযোগ করে বলেন, নাদিম হত্যাকাণ্ডের অধিকাংশ আসামিকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মামলার ২ নম্বর আসামি ও মূল হত্যাকারী ফাহিম ফয়সাল রিফাত পুলিশের ভাষায় পলাতক থাকলেও সে বিয়ের দাওয়াতে অংশগ্রহণসহ প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। ৫ নম্বর আসামি গাজী আমর আলী মেম্বারসহ কয়েকজন জামিনে এসে আমাকে নানাভাবে হুমকি দিয়ে যাচ্ছে। এতে মামলার কার্যক্রম ব্যাহত হওয়াসহ তিন সন্তান নিয়ে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। বক্তব্য শেষে তিনি প্রশাসনের কাছে তার পরিবারের নিরাপত্তাসহ সব আসামিদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

জামালপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত জামানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীরের সঞ্চালনায়  অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, কোষাধ্যক্ষ কাফি পারভেজ, দৈনিক সচেতন কণ্ঠের সম্পাদক বজলুর রহমান, বাংলারচিঠি ডটকমের নির্বাহী সম্পাদক মোস্তফা মঞ্জু, ঘাতক দালাল নির্মূল কমিটির আহ্বায়ক মুক্তা আহমেদ, অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, পুলিশের সাবেক আইজিপি মোখলেছুর রহমান পান্না নাদিম হত্যা মামলার ১ নম্বর আসামি বকশিগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের বরখাস্ত চেয়ারম্যান মাহমুদুল হাসান বাবুর চাচাতো ভাই হওয়ার সুবাদে মামলার তদন্ত ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে। তাই এ মামলাটি সিআইডি থেকে প্রত্যাহার করে বিচারবিভাগীয় তদন্তের মাধ্যমে সব হত্যাকারীর ফাঁসির দাবি জানান বক্তারা।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা (সিআইডির এসআই) গোলাম কিবরিয়া মোবাইল ফোনে বলেন, মামলার তদন্ত  শেষের দিকে। দ্রুতই চার্জশিট দাখিল করা হবে। তদন্তের স্বার্থে সবকিছু বলা ঠিক হবে না, তবে হত্যাকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

এর আগে গত বছরের ১৪ জুন সংবাদ প্রকাশকে কেন্দ্র করে করে বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি, একাত্তর টিভি ও দৈনিক মানবজমিনের বকশিগঞ্জ উপজেলা প্রতিনিধি এবং জামালপুর অনলাইন জার্নালিস্ট 

অ্যাসোসিয়েশনের সহসভাপতি গোলাম রাব্বানী নাদিম সন্ত্রাসী হামলার শিকার হন। ঘটনার পরদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ঘটনার দুদিন পর নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০/২৫ জনকে আসামি করে মামলা করেন। এ ঘটনায় ১০ মাস পেরিয়ে গেলেও এজাহারভুক্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে ১ নম্বর আসামিসহ ৫ জনকে র‌্যাব গ্রেপ্তার করলেও অধিকাংশই পুলিশের কাছে পলাতক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা