× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অডিও ক্লিপে গোয়েন্দা পুলিশের হেরোইন বিক্রির কথোপকথন

রাজশাহী অফিস

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪ ২০:১৩ পিএম

আপডেট : ২৫ এপ্রিল ২০২৪ ২০:৪০ পিএম

প্রতীকী ফটো

প্রতীকী ফটো

রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) এক পুরুষ কনস্টেবল ও এক নারী মাদক কারবারির হেরোইন কেনাবেচার কথোপকথন ফাঁস হয়েছে। এই পুলিশ সদস্যের নাম মাহফুজুর রহমান মাহফুজ। তিনি ফোন করে কথা বলেছেন নগরীর রাজপাড়া থানার বাঁকির মোড় এলাকার সেলিমের স্ত্রী উম্মে খাতুনের সঙ্গে। এই নারী একাধিক মাদক মামলার আসামি এবং চিহ্নিত মাদক কারবারি। তাদের কথোপকথনের একটি অডিও ক্লিপ রাজশাহীর গণমাধ্যমকর্মীদের হাতে এসেছে।

কনস্টেবল মাহফুজকে অডিওতে বলতে শোনা যায়, ‘ওই ভাবি, ৩ গ্রাম জিনিস আছে, নিবেন?’ অপরদিকে নারী মাদক কারবারি বলছেন, ‘জিনিস দিয়ে আবার ধরবেন না তো আমাকে?’ মাহফুজ বলছেন, ‘আরে না, ধরব না।’ নারী বলেন, ‘আপনি কি রাইগ্যা আছেন নাকি আমার ওপরে?’ মাহফুজ বলেন, ‘আপনার পাগলা বেটা আমার সম্পর্কে উল্টাপাল্টা কথা বলে বেড়ায়।’ এরপর মাহফুজ বলেন, ‘ওই জিনিস নিবেন? নিলে দিয়ে দিব। নিলে একা আসেন।’ নারী বলেন, ‘দোকানে কেউ নাই। বেটা আসলে একাই আসছি।’

উম্মে খাতুনের পরিবার সাংবাদিকদের জানিয়েছে, কনস্টেবল মাহফুজ তিন দফায় তাদের কাছে হেরোইন বিক্রি করেছেন। যে অডিও ফাঁস হয়েছে, ওই দিন ৩ গ্রাম হেরোইন বিক্রির জন্য ফোন করেন কনস্টেবল। এর আগে তিনি ১৪ গ্রাম হেরোইন বিক্রি করেন।

তবে হেরোইন বিক্রির কথা অস্বীকার করে ফাঁস হওয়া অডিওর কণ্ঠ তার নয় বলে দাবি করেছেন কনস্টেবল মাহফুজ। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে এসব অভিযোগ সঠিক না। অডিওর বিষয়টি ডিসি স্যার জানেন। আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।’

আরএমপির গোয়েন্দা শাখার অতিরিক্ত উপপুলিশ কমিশনার ড. রুহুল আমিন সরকার বলেন, ‘কোনো পুলিশ সদস্য মাদক কারবারে জড়িয়ে পড়লে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কনস্টেবল মাহফুজের অডিও ফাঁসসহ তার বিরুদ্ধে অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি সঠিক হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা