× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার হাতিয়ায় দেখা মিলল বিরল বিষধর সাপটির

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪ ১৯:৩৯ পিএম

আপডেট : ২৫ এপ্রিল ২০২৪ ১৯:৪১ পিএম

সংশ্লিষ্টরা বলছেন, ‘ইয়েলো-বেলাইড সি’ একটি সামুদ্রিক বিষধর সাপ। এদের সচরাচর দেখা যায় না। যেটির প্রতিষেধক বাংলাদেশে নেই।

সংশ্লিষ্টরা বলছেন, ‘ইয়েলো-বেলাইড সি’ একটি সামুদ্রিক বিষধর সাপ। এদের সচরাচর দেখা যায় না। যেটির প্রতিষেধক বাংলাদেশে নেই।

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিরল প্রজাতির ‘ইয়েলো-বেলাইড সি’ সাপের দেখা মিলেছে। গতকাল বুধবার বিকেলে চর ইশ্বর ইউনিয়নের কাজির বাজারের কমলার দিঘি সমুদ্র সৈকতে বিষধর সাপটি দেখতে পান স্থানীয়রা। রাতে সাপটির বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়।

সংশ্লিষ্টরা বলছেন, ‘ইয়েলো-বেলাইড সি’ একটি সামুদ্রিক বিষধর সাপ। এদের সচরাচর দেখা যায় না। গত বছর কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকতে এই প্রজাতির সাপ দেখা যায়। তবে, ভয়ঙ্কর বিষধর এই সাপের অ্যান্টিভেনম (প্রতিষেধক) বাংলাদেশে নেই।

জানা যায়, বুধবার বিকেলের দিকে হাতিয়ার বাসিন্দা মুহাম্মদ তাসনিম মাহমুদ তামিম চর ইশ্বর ইউনিয়নের কাজির বাজারের কমলার দিঘি সমুদ্র সৈকতে ঘুরতে যান। এসময় সাপটি দেখতে পান তিনি। পরে বিরল প্রজাতির এই সাপ দেখতে পর্যটকরা ভিড় করেন। রাতে সাপটির বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এমন সাপ আগে কখনো দেখেননি জানিয়ে তাসনিম মাহমুদ বলেন, ‘সাপটার পেটের রং হলুদ এবং দেহের উপরিভাগ কালো। আমি সাপটি দেখে ভয় পেয়ে যাই। অনেকে ভিড় করেন সাপটি দেখার জন্য। পরে ইন্টারনেটের মাধ্যমে জানতে পারলাম এটি বিষধর সাপ।’

হাতিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মাহবুব মোর্শেদ লিটন বলেন, ‘গতকালই প্রথম হাতিয়ায় সাপটি দেখা গেছে। আমরা বনবিভাগসহ ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলেছি। এটা বিশ্বের চতুর্থ বিষধর সাপ। আমাদের জন্য খুবই চিন্তার বিষয়। হাতিয়ার জেলে ও নদী তীরবর্তী মানুষরা আতঙ্কিত। আমরা চাই যেনো নিরাপদভাবে পর্যটকরা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারে। উপকূল যেনো সবার জন্য নিরাপদ থাকে।’

উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা ইব্রাহীম খলিল বলেন, ‘গোটা বিশ্বের স্থল ও সমুদ্রভাগের সব সাপের মধ্যে ইয়েলো-বেলাইড সি সাপ চতুর্থ, এটা বিষধর সাপ। সচরাচর এদের দেখা যায় না। গত বছরে কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকতে এই সাপ দেখা যায়। এবার হাতিয়ায় দেখা মিলল। এদের মুখের গঠন এমন যেনো তারা মাছ খেতে পারে। তবে এসব সাপ মানুষকে কামড় দেয় না।’

ইব্রাহীম খলিল আরও বলেন, ‘আমরা ধারণা করছি, সাপটি জোয়ারের প্রভাবে উঠে এসেছে। সাধারণত উপকূলের কয়েক কিলোমিটারের মধ্যে এ প্রজাতির সাপ পাওয়া যায়। এরা বেশিরভাগ সময়েই অগভীর পানিতে থাকতে পছন্দ করে। তাই দেশের বিভিন্ন সমুদ্র সৈকতে ঘুরতে গেলে সকলের সচেতন থাকা উচিত।’

এই সাপের অ্যান্টিভেনম বাংলাদেশে নেই জানিয়ে উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর বিভাগীয় বনকর্মকর্তা আবু ইউসুফ বলেন, ‘এই প্রজাতির সাপ বাংলাদেশে সচরাচর দেখা যায় না। এরা হাইড্রোফিদা পরিবারভুক্ত। ভয়ঙ্কর বিষধর এই সাপের অ্যান্টিভেনম বাংলাদেশে নেই। তাই সৈকতে এই ধরনের সাপ দেখলে লোকজনের সতর্ক হওয়া উচিত। সাপ দেখলে দূরত্ব বজায় রাখতে হবে এবং সাপটিকে সমুদ্রে চলে যেতে দিতে হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা