× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাংবাদিকদের সহযোগিতা চাইলেন এমপি শহিদুল

শেরপুর প্রতিবেদক

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪ ০১:০৮ এএম

আপডেট : ২৫ এপ্রিল ২০২৪ ১১:৩০ এএম

শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম। প্রবা ফটো

শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম। প্রবা ফটো

শেরপুরের পাঁচ উপজেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) দুপুরে জেলার পৌর শহরের উৎসব কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় মোবাইল ফোনের মাধ্যমে সাংবাদিকদের শুভেচ্ছা জানান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং শেরপুর-২ আসনের সংসদ সদস্য বেগম মতিয়া চৌধুরী।

জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ইউসুফ আলী রবিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক অ্যাডভোকেট আক্তারুজ্জামান। প্রধান অতিথি ছিলেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ মো. ছানুয়ার হোসেন ছানু। প্রিয় অতিথি ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান।

এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আলহাজ মো. গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন,  শেরপুর সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. রফিকুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি ও কামারের চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ হাবিবুর রহমান হাবিব।

শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম বলেন, ‘আপনারা জাতির বিবেক, আপনাদের লেখনীর মাধ্যমে শেরপুর-৩ আসনের আপামর জনসাধারণের সেবাসহ উন্নয়ন করতে চাই। এ ছাড়া আমি দুই উপজেলার প্রতিনিধি হিসেবে ক্ষেত্রবিশেষ অনেক কথা বলতে হয়। এ ক্ষেত্রে আমার কোথাও যদি কোনো ভুল থাকে, সে ক্ষেত্রে আমাকে ভুল না বুঝে শোধরানোর সুযোগ দেবেন।’

এ ছাড়া তার একটি বক্তব্য একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ডিজিটালে ‘অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের শাসালেন এমপি শহিদুল’ শিরোনামে প্রচার করায় তিনি হতাশা প্রকাশ করেন।

এ বিষয়ে সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আরও বলেন,  ‘আপনারা জাতির বিবেক। আমি আমার বক্তব্যে কোনো সাংবাদিককে শাসাইনি। আমি চেয়েছি সব সাংবাদিকের কাছে সহযোগিতা। কেন ওই মিডিয়া কর্মী আমাকে নিয়ে এমন শিরোনামে ভিডিও পাঠিয়ে প্রচারের ব্যবস্থা করেছেন, সেটা আমার অজানা।’

তিনি আক্ষেপের সঙ্গে আরও বলেন, ‘শতাধিক সাংবাদিকের উপস্থিতিতে আমি বক্তব্য দিয়েছি। উপস্থিত সাংবাদিকরাই তার প্রমাণ।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা