× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোহিঙ্গা ক্যাম্প অফিসের জানালায় গুলি করল কে

টেকনাফ (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৪ ২০:৪০ পিএম

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪ ২১:০৫ পিএম

রোহিঙ্গা ক্যাম্প অফিসের জানালায় গুলি করল কে

কক্সবাজারের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়ায় ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জ কার্যালয়ের জানালায় গুলি করা হয়েছে। স্থানীয়রা মনে করছে, মিয়ানমারের রাখাইনে বিদ্রোহী বিভিন্ন সশস্ত্র গ্রুপের সঙ্গে দেশটির সেনাবাহিনীর যে যুদ্ধ চলছে, সেখান থেকে গুলিটি এসেছে। তবে ক্যাম্প ইনচার্জ আবদুল হান্নান বলছেন, ‘এটা সম্ভব না। আমার কার্যালয়টি নাফ নদের সীমান্ত বরাবর মিয়ানমার থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে। এত দূর থেকে গুলি আসার কথা না। এটা অন্য কোথাও থেকে এসে লাগতে পারে।’ 

তিনি বলেন, ‘মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ করে গুলিটি এসে লাগে। তবে কে করেছে বা কোথা থেকে গুলিটি এসে লেগেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।’

এদিকে মিয়ানমারে গোলাগুলি অব্যাহত থাকায় আতঙ্কে রয়েছে হোয়াইক্যং এলাকার মানুষ। রফিকুল ইসলাম নামে ওই এলাকার একজন বাসিন্দা বলেন, ‘রাতে চিংড়ির ঘেরে গেলে মিয়ানমারের ওপারে চলা গোলাগুলির শব্দ শুনতে পাই। ভয়ে ঘের থেকে চলে আসতে হয়েছে। গোলাগুলির বিকট শব্দে ঘেরে থাকতে পারি নাই। রাতভর থেমে থেমে গোলাগুলি হয়েছে।’

হ্নীলা জাদিমুড়া ২৭নং ক্যাম্পের মাঝি নুর আহমদ বলেন, ‘মিয়ানমার সীমান্তের ওপারে গোলাগুলি থেকে এপারের ক্যাম্প-২৭ সিআইসি অফিসের জানালায় একটি গুলি এসে পড়ে ছিদ্র হয়ে যায়। এ ঘটনার খবর পেলে আমরা সেখানে গিয়ে বিষয়টি দেখে ক্যাম্পের দায়িত্বরত সিআইসিকে অবগত করি।’ 

নাম প্রকাশে অনিচ্ছুক একজন রোহিঙ্গা নেতা ও স্থানীয় লোকজনের দাবি, জাদিমুড়া ক্যাম্পের পশ্চিমে পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসীরা রয়েছে। পাহাড়েও রাতে গুলির শব্দ শোনা গেছে। ক্যাম্প ইনচার্জের কার্যালয়টি পাহাড়ের কাছাকাছি। সম্ভবত পাহাড় থেকে গুলিটি এসে লেগেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা