× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ষাঁড়ের লড়াই দেখতে মানুষের ঢল

নড়াইল প্রতিবেদক

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৪ ১৫:০৬ পিএম

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪ ১৫:৩৬ পিএম

মঙ্গলবার নড়াইলের সরকারি ভিক্টোরিয়া কলেজের কুড়ির ডোপ মাঠে ষাঁড়ের লড়াই উপভোগ করতে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নানা শ্রেণি-পেশা ও বয়সের হাজার হাজার নারী-পুরুষ মাঠের দুই পাশে এসে উপস্থিত হন। প্রবা ফটো

মঙ্গলবার নড়াইলের সরকারি ভিক্টোরিয়া কলেজের কুড়ির ডোপ মাঠে ষাঁড়ের লড়াই উপভোগ করতে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নানা শ্রেণি-পেশা ও বয়সের হাজার হাজার নারী-পুরুষ মাঠের দুই পাশে এসে উপস্থিত হন। প্রবা ফটো

চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৯তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইলে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে সরকারি ভিক্টোরিয়া কলেজের কুড়ির ডোপ মাঠে এ ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হয়। লড়াই উপভোগ করতে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নানা শ্রেণি-পেশা ও বয়সের হাজার হাজার নারী-পুরুষ মাঠের দুই পাশে এসে উপস্থিত হন।

যশোর জেলা থেকে আসা পিন্টু দাস নামে এক দর্শনার্থী বলেন, আমি প্রতি বছরের মতো এ বছরও ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই দেখতে এসে অনেক ভালো লাগছে। মুক্তা খাতুন নামে এক দর্শনার্থী বলেন, ছোটবেলা থেকে এই ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই দেখি। এবার পরিবার নিয়ে দুপুর থেকে বিকাল পর্যন্ত ষাঁড়ের লড়াই প্রতিযোগিতা উপভোগ করেছি। কিন্তু যখন ষাঁড় দৌড় মারে তখন একটু একটু ভয় লাগে। 

দর্শনার্থীরা জানান, প্রতি বছরই সুলতান মেলায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হয়। এ লড়াইয়ে অনেক ষাঁড় অংশ নেয়। সেই ষাঁড়ের লড়াই দেখতেই তারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন। এ বছরের আয়োজনও অনেক চমৎকার। ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা ভবিষ্যতেও যেন আয়োজন করা হয় সেটিই চান তারা।

প্রতিযোগিতায় নড়াইল, যশোর, বাগেরহাট, গোপালগঞ্জ, খুলনাসহ বিভিন্ন জেলা থেকে প্রায় ৪০টি ষাঁড় অংশ নেয়। লড়াইয়ে অংশ নেওয়া প্রতিটি ষাঁড়ই ছিল বাহারি রঙের আকর্ষণীয় দেহের। প্রতিযোগিতায় প্রথম হয়েছে যশোর জেলার মণিরামপুরের ভরতপুর মিলনের (সাদা ষাঁড়), দ্বিতীয় হয়েছে যশোর জেলার শংকর পাশা এলাকার রানা রহমানের (কালা ষাঁড়)। পরে বিজয়ী ষাঁড় মালিকদের পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড় সংস্থার সভাপতি মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। এ সময় পুলিশ সুপার মেহেদী হাসান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা