× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রক্তিম আভায় অপরূপ সাজে প্রকৃতি

সাইফুল হক মোল্লা দুলু, মধ্যাঞ্চল

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৪ ১৪:৪৪ পিএম

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪ ১৫:৫৭ পিএম

সবুজ চিকন পাতার ফাঁকে ফাঁকে কৃষ্ণচূড়ার লাল ফুলের সৌন্দর্যে মুগ্ধ পথচারীরা। প্রবা ফটো

সবুজ চিকন পাতার ফাঁকে ফাঁকে কৃষ্ণচূড়ার লাল ফুলের সৌন্দর্যে মুগ্ধ পথচারীরা। প্রবা ফটো

কিশোরগঞ্জে শহর-গ্রামের মেঠোপথ ও প্রান্তরে আগের মতো কৃষ্ণচূড়ার দেখা মেলে না। কয়েক বছর আগেও রাস্তার মোড়ে মোড়ে কৃষ্ণচূড়ার গাছ বর্ষার আগমনী বার্তার জানান দিত। সবুজ চিকন পাতার ফাঁকে ফাঁকে কৃষ্ণচূড়ার লাল ফুলের সৌন্দর্য পথচারীদের নজর কাড়ত।

তবে শহরের আনাচ-কানাচ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাঙ্গণের বিভিন্ন জায়গায় এখনও কিছু গাছ চোখে পড়ে। কৃষ্ণচূড়া ফুলের হালকা লাল আভা প্রকৃতিকে করেছে নয়নাভিরাম, যা শহরের নাগরিকদের হৃদয়-মন কেড়ে নিয়েছে। এর অপরূপ সৌন্দর্য দেখে পথচারী থমকে দাঁড়ায়। গ্রীষ্মকালের শুরুতে এই ফুল ফোটে। তখন প্রকৃতিতে সৌন্দর্য ছড়িয়ে পড়ে। প্রকৃতিপ্রেমীরা সৌন্দর্য উপভোগ করেন, গাছের ছায়ায় বিশ্রাম নেন। কৃষ্ণচূড়ার এ অপরূপ রূপে মোহিত হয়ে ওঠে ভাবুকমন। 

সরেজমিন দেখা যায়, কৃষ্ণচূড়া গাছে গাছে ফুটে থাকা লাল ফুল শহরকে রাঙিয়ে তুলেছে। শহরের সৈয়দ নজরুল চত্বর ও গুরুদয়াল সরকারি কলেজের মুক্তমঞ্চ এলাকায় কৃষ্ণচূড়া ফুটেছে। নয়নাভিরাম সৌন্দর্য যেন হাতছানি দিয়ে ডাকছে শহরবাসীকে। সেই সৌন্দর্যের ডাকে দাবদাহ উপেক্ষা করে বিকালে শহরবাসী জড়ো হয়েছে কৃষ্ণচূড়া গাছের নিচে। আশপাশে বসে সৌন্দর্য উপভোগের পাশাপশি আড্ডায় মেতে উঠেছেন তারা। এছাড়া জেলা প্রশাসকের বাসভবন ও কার্যালয়ে, পুলিশ সুপারের বাসভবন ও কার্যালয়ে, পুলিশ লাইন এলাকায়, শিল্পকলা একাডেমি, এলজিইডি ভবনের সামনে, বিভিন্ন রাস্তার পাশে দেখা মিলছে এই রক্তরাঙা কৃষ্ণচূড়া গাছের। ফুলের রক্তিম জাগরণ পথচারীদের মুহূর্তের জন্য হলেও শিহরণ জাগায়। দুপুরের রোদে দেয় প্রশান্তির ছায়া। 

জেলা শহরের বত্রিশ এলাকার রাজীব সরকার বলেন, শহরের বিভিন্ন স্থানে এখন কৃষ্ণচূড়া ফুটে আছে। প্রকৃতিতে ভিন্ন রঙ ধরেছে। দূর থেকে দেখতে ঠিক লাল পাহাড়ের মতো মনে হয়।

সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজের সহকারী অধ্যাপক সাদেকুর রহমান বলেন, ‘কয়েক বছর আগেও রাস্তার মোড়ে মোড়ে অসংখ্য কৃষ্ণচূড়া গাছ ছিল। দিন দিন কমে গেছে। গ্রীষ্মকালের বাহার কৃষ্ণচূড়া ফুল। দেখলেই চোখ জুড়িয়ে যায়। 

কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম জুয়েল বলেন, কৃষ্ণচূড়া একটি বৃক্ষজাতীয় উদ্ভিদ। চমৎকার পত্রপল্লবসহ গভীর লাল ফুলের জন্য এই গাছের আলাদা কদর রয়েছে। এছাড়া কৃষ্ণচূড়ার রয়েছে ভেষজ গুণ।

কিশোরগঞ্জের লোকসংস্কৃতির গবেষক জাহাঙ্গীর আলম জাহান বলেন, প্রকৃতিতে এখন মনোমুগ্ধকর রঙ ছড়িয়েছে কৃষ্ণচূড়া। কিশোরগঞ্জে একসময় প্রচুর পরিমাণে কৃষ্ণচূড়া গাছ দেখা যেত। গ্রীষ্মকালে প্রকৃতিকে সাজিয়ে তুলত। কালের পরিক্রমায় আবাসন ব্যবস্থার কারণে অনেক গাছ কাটা পড়েছে। সৌন্দর্য উপভোগ ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় শহরে কৃষ্ণচূড়া গাছ রোপণ অভিযান চালাতে হবে।

সদর উপজেলা সহকারী বন কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, ‘কৃষ্ণচূড়া শোভাবর্ধনকারী বৃক্ষ, যা পাখিদের আশ্রয়স্থল। এই গাছ জলবায়ু পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাটি ক্ষয়রোধ করে।’

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুস সাত্তার বলেন, কৃষ্ণচূড়া অতি পরিচিত বৃক্ষ। উপজেলার বিভিন্ন এলাকায় যত্রতত্র এসব বৃক্ষ জন্মালেও সান্তাহারে সবচেয়ে বেশি দেখা যায়। এসব গাছের যত্ন নেওয়া হলে গ্রীষ্মকালে প্রকৃতির সৌন্দর্য আরও বাড়বে।

পৌর মেয়র মাহমুদ পারভেজ বলেন, ‘এ বছর সারা শহরে কৃষ্ণচূড়া গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগে সবার সম্পৃক্ততা কামনা করছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা