× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বোদায় ট্রাক-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ২

বোদা (পঞ্চগড়) প্রতিবেদক

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৪ ১৪:৩৬ পিএম

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪ ১৪:৪৬ পিএম

দুর্ঘটনাস্থলের দৃশ্য। প্রবা ফটো

দুর্ঘটনাস্থলের দৃশ্য। প্রবা ফটো

পঞ্চগড়ের বোদায় ট্রাকের সঙ্গে মাহিন্দ্রার সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও ৪ জন। তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।  

বুধবার (২৪ এপ্রিল) উপজেলার খাটোপাড়া নামক স্থানে বোদা-দেবীগঞ্জ মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। 

বোদা থানার ভারপ্রাপ্ত কর্তকর্মা মো.মোজাম্মেল হক প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলো- বোদা সদর ইউনিয়নের মাঝগ্রাম এলাকার মানিকের ছেলে মাহিন্দ্রাচালক জাহিদ ইসলাম ও বোদা পৌর এলাকার সর্দ্দারপাড়া এলাকার সাফির উদ্দিনের স্ত্রী পথচারী নুরজাহান বেগম। 

আহতরা হলো- সাঈদ আলম, লক্ষ বর্মন, ঝুমু ও শাহিন আলম। তারা ইটভাটা শ্রমিক।   

স্থানীয় ও প্রতক্ষদর্শীরা জানান, চালকসহ ৫ জন মাহিন্দ্রা ট্রাক্টরে চড়ে বোদা হতে সাকোয়া অভিমুখে যাওয়ার সময় ঘটনাস্থলে পৌঁছালে অপরদিক থেকে আসা পাণ্যবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মাহিন্দ্রাটি দুমড়েমুচড়ে রাস্তার একপাশে ছিটকে পড়ে। এ সময় মাহিন্দ্রাচালক জাহিদ ইসলাম ও পথচারী নূরজাহান বেগম ঘটনাস্থলেই মারা যায় এবং ৪ গুরুতর আহত হয়। 

স্থানীয়দের সহায়তায় বোদা ফায়ার সার্ভিস কর্মী ও বোদা থানা পুলিশ আহতদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। এখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ৩ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও ১ জনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।

ওসি মোজাম্মেল হক বলেন, এ ঘটনায় নিহতদের মরদেহ সুরতহাল ও আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে পরিবারের সদস্যরা কোন অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হচ্ছে। এছাড়া ট্রাকচালক ও সহকারীকে ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা