× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আখাউড়ায় পানি ও স্যালাইন হাতে কৃষকের পাশে পুলিশ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪ ২০:৫২ পিএম

আপডেট : ২৩ এপ্রিল ২০২৪ ২১:০৯ পিএম

পানি ও স্যালাইন হাতে ফসলের মাঠে আখাউড়া থানা পুলিশ। প্রবা ফটো

পানি ও স্যালাইন হাতে ফসলের মাঠে আখাউড়া থানা পুলিশ। প্রবা ফটো

টানা দাবদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। প্রচণ্ড গরমে বেড়েছে সাধারণ ও কর্মজীবী মানুষের ভোগান্তি। তবে সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। প্রখর রোদে দিনমজুর, রিকশাচালক ও ভ্যানচালকদের কাজ করতে বেগ পেতে হচ্ছে। এদিকে কাজ না করলে খাবার জুটবে না। তাই পেটের তাড়নায় তীব্র তাপপ্রবাহ উপেক্ষা করে কাজে বেরিয়েছেন অনেকেই।

মঙ্গলবার (২৩ এপ্রিল) ভরদুপুরে তাপমাত্রা যখন প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস, তখন ফসলি মাঠে দাঁড়ানো প্রায় অসম্ভব এক ব্যাপার। অথচ সেই রোদে জমিতে ধান কাটছিলেন কৃষকরা। এ সময় তাদের মুখে হাসি ফোটাতে পানি ও স্যালাইন হাতে সেখানে হাজির হয় আখাউড়া থানা পুলিশ। 

এ ছাড়াও আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলমের নেতৃত্বে পৌর এলাকার তারাগন, মোগড়া ইউনিয়নের নয়াদিল, টানুয়াপাড়া এলাকা বিভিন্ন সড়কে ক্লান্ত রিকশাচালক, ভ্যানচালকের হাতে পানির বোতল ও স্যালাইন তুলে দেওয়া হয়।   

ওসি নূরে আলম জানান, মঙ্গলবার ১০০ বোতল পানি ও ১০০টি স্যালাইন কৃষক, শ্রমিক, রিকশাচালকের মাঝে তুলে দেওয়া হয়েছে। গ্রীষ্মের দাবদাহ চলাকালে কর্মজীবী এসব মানুষকে সচেতন করার পাশাপাশি এ কার্যক্রমও অব্যাহত থাকবে। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা