× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কালিয়াকৈরে পিচ ঢালাই সড়কের বিটুমিন গলে জনদুর্ভোগ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪ ১৮:৩৮ পিএম

আপডেট : ২৩ এপ্রিল ২০২৪ ১৮:৪২ পিএম

কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কের বিটুমিন গলে জনদুর্ভোগ সৃষ্টি হয়। প্রবা ফটো

কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কের বিটুমিন গলে জনদুর্ভোগ সৃষ্টি হয়। প্রবা ফটো

দেশে চলমান তাপপ্রবাহের কারণে গাজীপুরের কালিয়াকৈরে একটি পিচ ঢালাই সড়কের বিটুমিন গলে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) উপজেলার কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কে এমন দৃশ্য দেখা গেছে।

স্থানীয়দের অভিযোগ, সড়কটি নির্মাণে মাত্রাতিরিক্ত বিটুমিন ব্যবহার করা হয়েছে। ফলে এই দুর্দশা দেখা দিয়েছে।

সরেজমিনে দেখা যায়, কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কটি অন্যতম ব্যস্ত একটি সড়ক। আঞ্চলিক এ সড়কের বেশ কয়েকটি স্থানে সূর্যের তাপে পিচ ঢালাই সড়কের বিটুমিন গলে গেছে। তীব্র গরমে আঞ্চলিক এই সড়টির বিভিন্ন স্থানের বিটুমিন গলে যাওয়ায় সড়কটি আঠালো ও পিচ্ছিল হয়ে হয়েছে। ফলে অনেকটা ধীরগতিতে চলছে যানবাহন। নাজেহাল অবস্থায় পড়েছে মোটরসাইকেল ও বাইসাইকেল চালকরা।

কাভার্ডভ্যান চালক আব্দুল আলীম জানান, গরমের দিনে সড়কের পিচ নরম হতে দেখেছি কিন্তু এভাবে গলে যেতে দেখিনি কখনও। পিচ গলে যাওয়ায় গাড়ি চালাতে ভয় লাগে। গাড়ির চাকা পিছলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। মাত্রাতিরিক্ত বিটুমিন ব্যবহারের কারণে সড়কটির এই অবস্থা।

মোটরসাইকেল চালক হোসেন আলী জানান, গত কয়েকদিন ধরে দেখছি এই রাস্তাটির পিচ গলে রাস্তা আঠালো ও পিচ্ছল হয়ে যাচ্ছে। যে কোনো সময় বাইকের চাকা পিছলে দুর্ঘটনা ঘটতে পারে।

স্থানীয় ও পরিবহন চালকরা জানান, তীব্র গরম আর রোদে সড়কে পিচ গুলে আঠালো হয়ে গেছে। সড়কের উপর দিয়ে হেটে পার হতে গেলে জুতা আটকে যায়।

এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা