× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেএনএফে জড়িত থাকার অভিযোগ

কারাগারে রুমা উপজেলা ছাত্রলীগ সভাপতি

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪ ১৬:৩৬ পিএম

আপডেট : ২৩ এপ্রিল ২০২৪ ১৭:০১ পিএম

রুমা উপজেলা ছাত্রলীগের সভাপতি ভান মুন নোয়াম বমকে কেএনএফ সদস্য সন্দেহে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছেন আদালত। প্রবা ফটো

রুমা উপজেলা ছাত্রলীগের সভাপতি ভান মুন নোয়াম বমকে কেএনএফ সদস্য সন্দেহে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছেন আদালত। প্রবা ফটো

রুমা উপজেলা ছাত্রলীগের সভাপতি ভান মুন নোয়াম বমকে কেএনএফ সদস্য সন্দেহে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর আড়াই টায় বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এএসএম এমরান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার ভান মুন নোয়াম বম রুমা উপজেলার মুনলাই পাড়া নিবাসী লিয়ান অং বমের ছেলে এবং রুমা উপজেলা ছাত্রলীগের বর্তমান কমিটির সভাপতি। গত ৫ এপ্রিল রুমা থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আদালতের রায়ের পর ভান মুন নোয়াম বমকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি অংছাইন উ পুলু ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মানিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- সংগঠনের গঠনতন্ত্রবিরোধী, শৃঙ্খলা পরিপন্থি, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ ছাত্রলীগ, রুমা উপজেলার সভাপতি ভান মুন নোয়াম বমকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি, ব্যাংক ব্যবস্থাপক অপহরণ, টাকা লুট ও পুলিশ-আনসারের ১৪টি অস্ত্র লুট হওয়ার ঘটনা ঘটে। ব্যাংক ব্যবস্থাপক উদ্ধার হলেও লুট হওয়া অস্ত্র ও টাকা উদ্ধার করা যায়নি। সশস্ত্র সংগঠন কেএনএফ এ ঘটনা ঘটিয়েছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে। সন্ত্রাসীদের গ্রেপ্তার, অস্ত্র ও টাকা উদ্ধারের অভিযানে অংশ নিচ্ছেন সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যরা। অভিযান সমন্বয় করছে বাংলাদেশ সেনাবাহিনী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা