× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মধুখালীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪ ১৫:২৫ পিএম

আপডেট : ২৩ এপ্রিল ২০২৪ ১৫:৫০ পিএম

মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। প্রবা ফটো

মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। প্রবা ফটো

ফরিদপুরের মধুখালীর ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী গ্রামে দুই ভাইকে পিটিয়ে হত্যার প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে। এতে যানচলাচল বন্ধ হয়ে গেলে চরম বিপাকে পড়েন যাত্রীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ছোড়ে পুলিশ। এতে বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে নয়টার দিকে মধুখালীর বাগাট বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। দুপুর ২টার দিকে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।

এর আগে সকাল ৯ টার দিকে মধুখালী রেলগেট এলাকার ঈদগাহ মাঠে প্রায় ১০ হাজার মানুষ ‘সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সর্বস্তরের জনগণ’ এই ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করে। কর্মসূচি শেষে তারা মিছিল নিয়ে বিক্ষোভ করতে করতে মহাসড়ক ধরে ডুমাইনের পঞ্চপল্লী এলাকার দিকে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের বাগান বাজার এলাকায় বাধা দেয়। পরে তারা ঢাকা-খুলনা মহাসড়কের ওই এলাকায়  অবস্থান নিলে যানচলাচল বন্ধ হয়ে যায়।

ফরিদপুর থেকে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে এলে পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ারশেল ছোড়ে। এতে বেশ কয়েকজন আহত হয়। তাৎক্ষণিকভাবে তাদের নাম ঠিকানা পাওয়া যায়নি। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। 

জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে সময় লাগবে। জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি ঘটনাস্থলে কাজ করছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা