× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তীব্র গরম

বগুড়া জেলা পুলিশের উদ্যোগে বিশুদ্ধ পানির বুথ স্থাপন

বগুড়া অফিস

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪ ১৫:০০ পিএম

আপডেট : ২৩ এপ্রিল ২০২৪ ১৬:০৪ পিএম

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের সাতমাথায় মুজিব মঞ্চের সামনে এক পথচারীকে বিশুদ্ধ পানি পান করাচ্ছেন পুলিশ কর্মকর্তারা। প্রবা ফটো

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের সাতমাথায় মুজিব মঞ্চের সামনে এক পথচারীকে বিশুদ্ধ পানি পান করাচ্ছেন পুলিশ কর্মকর্তারা। প্রবা ফটো

বগুড়ায় গরমে বিপর্যস্ত পুলিশ সদস্য ও পথচারীদের জন্য সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। 

মঙ্গলবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে শহরের সাতমাথায় মুজিব মঞ্চের সামনে বিশুদ্ধ পানির একটি বুথ স্থাপন করা হয়। এর উদ্বোধন করেন পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলামসহ পুলিশের অন্য কর্মকর্তারা।

পুলিশ সুপার বলেন, ‘প্রচণ্ড দাবদাহে জনজীবন দুর্বিষহ হয়ে উঠছে। তাই জেলা পুলিশের পক্ষ থেকে এই সামান্য উদ্যোগ নেওয়া হয়েছে। এই গরমে পোশাক পরা অবস্থায় একজন পুলিশ সদস্যের ৮ থেকে ১০ ঘণ্টা দাঁড়িয়ে ডিউটি করা আসলেই অসম্ভব ব্যাপার। ট্রাফিক পুলিশ সদস্যরা দেশ ও মানুষের জন্য অসম্ভব রকমের কষ্ট করে যাচ্ছেন। তাদের ক্লান্তি দূর করতে খাবার স্যালাইন, পানি ও জুস বিতরণ করা হয়েছে।’  

এই তাপপ্রবাহ থাকা অবস্থায় আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান পুলিশ সুপার। 

এদিকে, তীব্র এই দাবদাহে জেলা পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানান তৃষ্ণার্তরা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা