টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৪ ২২:৫৩ পিএম
কোনাবাড়ী এলাকায় বৃক্ষরোপণ করেন ছাত্রলীগ নেতা রাফি। প্রবা ফটো
তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও এসডিজি অর্জনের লক্ষ্যে ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ ঘোষিত ১০ দিনব্যাপী ৫ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় একহাজার বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছেন থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাওফেল আজাদ রাফি।
সোমবার (২২ এপ্রিল) বিকালে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী থানার ১২ নম্বর ওয়ার্ড এলাকা থেকে এ বৃক্ষরোপণ শুরু করেন তিনি। এ সময় বিভিন্ন ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পর্যায়ক্রমে বিভিন্ন ওয়ার্ডে এ কার্যক্রম করবেন বলে জানিয়েছেন ছাত্রলীগ নেতা নাওফেল আজাদ রাফি।
তিনি বলেন, নগরায়ণের ফলে প্রাকৃতিক ভারসাম্য বিপর্যয়ের পথে। যেকোনো দেশে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে শতকরা ২৫ ভাগ বনায়ন থাকা উচিত। আমাদের দেশের বনায়ন মাত্র ১৩ ভাগ। দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মের কথা চিন্তা করে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় এই কর্মসূচি। কোনাবাড়ী থানাধীন বিভিন্ন ওয়ার্ডে পর্যায়ক্রমে একহাজার বৃক্ষরোপন করা হবে।