× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোপালগঞ্জে চাঁদা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৭

গোপালগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৪ ১৭:৫২ পিএম

আপডেট : ২২ এপ্রিল ২০২৪ ১৮:১৪ পিএম

গোপালগঞ্জে চাঁদা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ। প্রবা ফটো

গোপালগঞ্জে চাঁদা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ। প্রবা ফটো

গোপালগঞ্জে চাঁদা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত সাতজন আহত হয়েছেন। সোমবার (২২ এপ্রিল) দুপুরে সদর উপজেলার চরমানিকদাহ আশ্রয়ণ প্রকল্প এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রবিবার রাতে আতিক মোল্লা ও তার লোকজন একই এলাকার ওমর সরদার নামে এক যুবকের মোটরসাইকেলটি চোরাই দাবি করে আটক করে এক লাখ টাকা দাবি করে। পরে ওমরের পক্ষে একই এলাকার আমিন খান মোটরসাইকেল আনতে গেলে আতিক মোল্লার সঙ্গে কথা কাটাকাটি হয়। এসময় তাদের কাছ থেকে দুই হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরই জেরে আজ দুপুরে ৫ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার মতিউর রহমান ফকির ও  আতিক মোল্লার নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে আমিন খানের বাড়িতে হামলা চালায়। এসময় বাড়িতে থাকা নারীরা বাধা দিলে তাদেরকে মারধর করে আহত করা হয়। সংঘর্ষ চলাকালে বাড়ি ভাঙচুর করে লুটপাট চালায় প্রতিপক্ষরা। 

ওসি বলেন, এ ঘটনায় করুনা বেগম, স্বপ্না বেগম, মিনা খনম, রহিমা বেগমসহ সাতজন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। 

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা