× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাফ নদে ২ জেলেকে গুলি

বিজিপিকে প্রতিবাদ লিপি পাঠাল বিজিবি

কক্সবাজার অফিস

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৪ ১৪:৪৮ পিএম

আপডেট : ২২ এপ্রিল ২০২৪ ১৪:৫৯ পিএম

টেকনাফ উপকূলের দৃশ্য। ছবি : সংগৃহীত

টেকনাফ উপকূলের দৃশ্য। ছবি : সংগৃহীত

মিয়ানমারের নৌবাহিনীর একটি জাহাজ বঙ্গোপসাগরে যাওয়ার সময় নাফ নদে বাংলাদেশি জেলেদের ওপর গুলিবর্ষণের ঘটনায় দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপিকে প্রতিবাদ লিপি পাঠিয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।

সোমবার (২২ এপ্রিল) দুপুরে এ প্রতিবাধ লিপি পাঠানো হয় বলে জানিয়েছেন টেকনাফের ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘বাংলাদেশি জেলেরা বঙ্গোপসাগরে মৎস্য আহরণ শেষে রবিবার সকালে টেকনাফের শাহপরীরদ্বীপ জেটিতে যাচ্ছিলেন। কিন্তু শাহ পরীরদ্বীপ বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-৩ হতে আনুমানিক ৩ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে বঙ্গোপসাগরের মোহনায় মিয়ানমারের একটি জাহাজ বঙ্গোপসাগরে যাওয়ার সময় জাহাজে অবস্থানরত বিজিপি কর্তৃক বাংলাদেশি জেলেদের ট্রলার লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে বাংলাদেশি দুই জেলে গুলিবিদ্ধ হয়। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে সোমবার প্রতিপক্ষ বিজিপির ০১ নম্বর ব্যাটালিয়নের অধিনায়কের বরাবরে প্রতিবাদ লিপি প্রেরণ করা হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১০টার দিকে বঙ্গোপসাগর ও নাফনদের মোহনার নাইকংদিয়া এলাকায় এই গুলিবর্ষণের ঘটনা ঘটে।

আহত জেলেরা হলেন টেকনাফের শাহপরীর দ্বীপের উত্তর পাড়ার আলী আহমদের ছেলে মোহাম্মদ ইসমাইল ও দক্ষিণ পাড়ার সিদ্দিক আহমদের ছেলে মোহাম্মদ ফারুক।

আহত জেলে মোহাম্মদ ইসমাইল জানান, চার দিন আগে ‘এফবি মায়ের দোয়া’ ট্রলার নিয়ে নয়জন মাঝি-মাল্লা নিয়ে তারা সাগরে মাছ ধরতে যান। রবিবার ফেরার পথে সাগরে মিয়ানমারের অংশে অবস্থান নেওয়া দেশটির নৌবাহিনীর একটি জাহাজ তাদের সংকেত দেয়। সংকেত দিয়ে তাদের জাহাজটির দিকে যেতে বলেন। ওটা মিয়ানমারের জলসীমা হওয়ায় তারা শাহ পরীরদ্বীপের দিকে চলে আসতে থাকে। এ সময় মিয়ানমার নৌবাহিনীর সদস্যরা গুলিবর্ষণ করে। এতে দুজন গুলিবিদ্ধ হন। অন্যরা অক্ষত রয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা