× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় সিনেমা দেখলে বিরিয়ানি ফ্রি

বগুড়া অফিস

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৪ ১৩:০৩ পিএম

আপডেট : ২২ এপ্রিল ২০২৪ ১৪:০২ পিএম

বগুড়ায় হলে দর্শক টানতে টিকিটের সঙ্গে বিরিয়ানির প্যাকেট দেওয়া হচ্ছে। প্রবা ফটো

বগুড়ায় হলে দর্শক টানতে টিকিটের সঙ্গে বিরিয়ানির প্যাকেট দেওয়া হচ্ছে। প্রবা ফটো

বগুড়ায় সিনেমা হলে টিকিট কাটলেই সঙ্গে বিরিয়ানি ফ্রি দেওয়া হচ্ছে। রবিবার (২১ এপ্রিল) থেকে ধুনট উপজেলার ঐতিহ্যবাহী ঝংকার সিনেমা হলে ব্যক্তিক্রমী এ উদ্যোগ হাতে নিয়েছে কর্তৃপক্ষ। 

সিনেমা হলে দর্শক টানতেই মূলত এ কৌশল অবলম্বন করেছেন বলে জানিয়েছেন হলের মালিক ইসহাক খানের ছেলে ইমরান খান।

জানা যায়, ১৯৮৪ সালে ধুনট শহরে ঈসা খানের মালিকানাধীন ঝংকার সিনেমা হল স্থাপিত হয়। দর্শক শূন্যতায় ২০১৪ সালে হলটিতে ছবি প্রদর্শন বন্ধ হয়। দীর্ঘ এক দশক পর গত ২০ এপ্রিল থেকে আবারও ঝংকারে ছবি প্রদর্শন শুরু করে হল কর্তৃপক্ষ।  বর্তমানে হলে প্রদর্শিত হচ্ছে এবারের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া লিপস্টিক সিনেমা। এতে অভিনয় করেছেন আদর আজাদ ও পূজা চেরিসহ অনেক অভিজ্ঞ অভিনেতা। 

হল মালিকের ছেলে ইমরান খান বলেন, আমাদের হলে ৫০০ আসন রয়েছে৷ প্রতি টিকিটের দাম ১০০ টাকা করে। দর্শকদের হলে ভেড়ানোর জন্য প্রতি টিকিটের সঙ্গে এক প্যাকেট বিরিয়ানি দেওয়া হচ্ছে৷  যতদিন সিনেমা চলবে ততদিন এ ফ্রি খাবার দেওয়া হবে৷ 

তিনি আরও বলেন, টিকিটের সঙ্গে বিরিয়ানির প্যাকেট ফ্রি দেওয়ায় দর্শকদের চাপ বেড়েছে৷ এ ছাড়াও  সিনেমা দেখার সময় বিরিয়ানি খেতে পেরে দর্শকেরাও খুশি হচ্ছেন।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা