× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আ.লীগ নেতার হুঁশিয়ারি

মিটিং তো দূরের কথা, কেউ গণসংযোগও করতে পারবে না

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৪ ২৩:২৮ পিএম

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বর্তমান চেয়ারম্যান রেজাউল করিমের শ্রীপুরের গ্রামের বাড়িতে এক সভায় শনিবার বিকালে বক্তব্য দেন শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বর্তমান চেয়ারম্যান রেজাউল করিমের শ্রীপুরের গ্রামের বাড়িতে এক সভায় শনিবার বিকালে বক্তব্য দেন শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন ছবি: সংগৃহীত

উপজেলা নির্বাচনে অন্য কোনো প্রার্থীকে মিটিং তো দূরের কথা, রাজা দার বাইরে কাউকে গণসংযোগও করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন খোকন। 

স্থানীয় চারজন আওয়ামী লীগ নেতার নাম উল্লেখ করে বলেন, ‘সিদ্ধান্ত আমি দেব না। উনারাই নেবেন। নির্বাচনটা কেমন হবে, অন্য প্রার্থীরা এখানে (শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নে) সমাবেশ করতে পারবেন কি না।’ তিনি বলেন, ‘আমরা যদি ঠিক থাকি, আমাদের কঠোরতা যদি ঠিক থাকে, ইউনিয়নের নেতারা যদি একমত থাকে, আমার মনে হচ্ছে যেÑ অন্য কোনো প্রার্থী এখানে ঢোকার সৎ সাহস করতে পারবেন না।’ 

শনিবার (২০ এপ্রিল) রাতে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সস্পাদক রেজাউল করিম রাজার শ্রীপুরের গ্রামের বাড়িতে আয়োজিত এক নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি। তার বক্তব্যের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে আলোচনা ও সমালোচনা করছে এলাকাবাসী। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাজা, শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রতন চৌধুরী, ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মোকারম, আওয়ামী লীগ নেতা জমির উদ্দিন, নুরুল হুদাসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা।

জানা গেছে, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাজা প্রার্থিতা করবেন। এই উপলক্ষে সভাটির আয়োজন করা হয়েছিল। তবে ইউনিয়ন সাধারণ সম্পাদকের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে উপজেলা আওয়ামী লীগ নেতা জমির উদ্দিন বলেন, ‘ইসমাইল হোসেন খোকন ক্ষোভের বশবর্তী হয়ে হয়তো এ কথা বলেছেন। তবে নির্বাচনী সভায় আমাদের কিছু কথা ঊর্ধ্বে রেখে বলতে হবে।’ 

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোকারম বলেন, ‘প্রার্থীরা এলাকাবাসীর কাছে আসবেন এতে বাধা দেওয়ার সুযোগ নেই। ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন খোকন বক্তব্যে মূলত বলতে চেয়েছেন, আমাদের প্রার্থীর কর্মীরা যাতে অন্য প্রার্থীর পক্ষে কাজ না করেন। বিষয়টি ভাষাগত ত্রুটির কারণে ভুল বোঝাবুঝি হয়েছে।’ এ বিষয়ে ইসমাইল হোসেন খোকন বলেন, ‘নির্বাচন আসলে মানুষ কত কিছু বলে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা