× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুড়িগ্রামে কুকুরের কামড়ে তিন শিশুসহ আহত ৮

কুড়িগ্রাম প্রতিবেদক

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৪ ১৭:৪৩ পিএম

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : সংগৃহীত

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় কুকুরের কামড়ে নারী শিশুসহ আট জন আহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে আরও দুইটি গরু। রবিবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলা সদরের পানিমাছকুটি ও চন্দ্রখানা গ্রামে এ ঘটনা ঘটে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন না থাকায় প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।

আহতরা হলেন, পানিমাছকুটি গ্রামের জালাল উদ্দীন, দশ বছর বয়সী মীম, চার বছর বয়সী মুবিন, নুরনাহার, মোহাম্মদ আলী, আট বছর বয়সী আশিক, চন্দ্রখানা গ্রামের তৈয়ব আলী এবং আনছার আলী।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকালে ভারতীয় সীমান্ত এলাকা থেকে একটি কুকুর উপজেলার  পানিমাছকুটি গ্রামে ঢুকে পড়ে। কুকুরটির মুখ দিয়ে লালা পড়ছিল। কুকুরটি যাকে সামনে পায় তাকেই কামড়াতে শুরু করে। পরে লোকজন ধাওয়া করে। এসময় কুকুরটি পশ্চিম পানিমাছকুটি কাশিয়াবাড়ী গ্রামের হাছেন বাবুর্চীর দুইটি গরুকে কামড় দেয়। এরপর চন্দ্রখানা কদমতলা এলাকায় কয়েকজনকে কামড় দেয়। পরে লোকজন ঘেরাও করে পিটিয়ে কুকুরটিকে মেরে ফেলেন।

ওই এলাকার রফিকুল ইসলাম বলেন, ‘পাগলা কুকুরটি এই এলাকা দিয়ে যাওয়ার সময় বেশ কয়েকটি বেওয়ারিশ কুকুরকেও কামড় দিয়েছে। এখন সেগুলোও পাগল হয়ে মানুষসহ গরু-ছাগলকে কামড় দিতে পারে। এ নিয়ে আমরা আতঙ্কে আছি।’

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন কান্তি সাহা বলেন, ‘কুকুরের কামড়ে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আমাদের হাসপাতালে জলাতঙ্ক ভ্যাকসিন সরবরাহ নেই তাই তাদেরকে দ্রুত জেলা সদরে গিয়ে জলাতঙ্ক ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা