× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেলিম প্রধানের দাবি, তাকে ফাঁসানো হয়েছিল

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৪ ২১:৪২ পিএম

আপডেট : ২০ এপ্রিল ২০২৪ ২২:০৭ পিএম

সেলিম প্রধানের দাবি, তাকে ফাঁসানো হয়েছিল

দেশে অনলাইন ক্যাসিনোর হোতা বলা হয় তাকে। আসল নাম সেলিম প্রধান, কিন্তু অনলাইন ক্যাসিনো ডন সেলিম হিসেবেই পরিচিত তিনি। ২০১৯ সালে ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হলে ব্যাঙ্ককগামী ফ্লাইট থেকে নামিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। অনলাইন ক্যাসিনো পরিচালনা, অর্থ পাচারসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলায় আসামি করা হয়েছে তাকে।

এর মধ্যে কয়েকটি মামলায় দণ্ডিত হয়েছেন, বাকিগুলো বিচারাধীন। একটি মামলায় ৪ বছর জেল খেটে বের হয়ে আবারও নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে আলোচনায় সেলিম প্রধান। এবার তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এ লক্ষ্যে কয়েক মাস ধরে স্থানীয় পর্যায়ে চালাচ্ছেন নানা তৎপরতাও। 

তবে কারামুক্ত হওয়ার পর নিজের ক্যাসিনো সম্পৃক্ততা কিংবা গ্রেপ্তার-মামলা-দণ্ড নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য না দিলেও শনিবার (২০ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন ডেকে সেলিম প্রধান দাবি করেছেন, তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। ক্ষমতার অপব্যবহার করে ৪ বছর কারাগারে আটকে রাখা হয়েছে অভিযোগ করে সেলিম বলেন, ‘আমি ওই ষড়যন্ত্রকারীদের বিচার চাই।’

ষড়যন্ত্রকারী হিসেবে একটি বাহিনীর সাবেক উচ্চপদস্থ কর্মকর্তার দুই ভাইকে অভিযুক্ত করেন ডন সেলিম। তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা সম্ভব হয়নি। 

সংবাদ সম্মেলনে সেলিম বলেন, ‘আমি সেলিম প্রধান নারায়ণগঞ্জের সন্তান। ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। ক্ষমতার অপব্যবহার করে র‌্যাব দিয়ে আমাকে প্লেন থেকে আটক করা হয়েছে। অথচ এয়ারপোর্টে ইমিগ্রেশন অতিক্রম করার মানে হচ্ছে, তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আইনি কোনো মামলা বা জটিলতা নেই। তারপরও আমাকে প্লেন থেকে নামিয়ে পরিকল্পিতভাবে নাটক সাজিয়ে গ্রেপ্তার করেছে। আমার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ তোলা হয়। এরপর ক্ষমতার অপব্যবহার করে আমাকে চার বছর এক দিন জেল খাটিয়েছে। আমি ওই ষড়যন্ত্রকারীদের বিচার চাই।’

সেলিম প্রধান আরও বলেন, ‘আমি জেল থেকে বের হয়ে এই ষড়যন্ত্রের কথা গণমাধ্যমে বলে এসেছি। এমনকি জেলে আটক থাকা অবস্থায়ও বলেছি। তারপরও আমার নিরপরাধ হওয়ার নানা তথ্য-উপাত্ত সংগ্রহ করতে দীর্ঘ সময় লেগেছে। এসব সম্পন্ন করে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।’

এ সময় রূপগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, নির্বাচিত হলে রূপগঞ্জবাসীর পাশে থাকব। রূপগঞ্জকে মাদক ও সন্ত্রাসমুক্ত করব। 

সংবাদ সম্মেলনে সেলিমের বিদেশি স্ত্রী, তিন শিশু সন্তান ছাড়াও তার আইনজীবীরা উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা