× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাঁদপুরের মেঘনায় লঞ্চে আগুন, অল্পের জন্য রক্ষা

চাঁদপুর প্রতিবেদক

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৪ ১৬:০৭ পিএম

আপডেট : ২০ এপ্রিল ২০২৪ ১৬:৪৮ পিএম

শনিবার সকালে চাঁদপুরের হাইমচর এলাকায় পৌঁছলে লঞ্চটির ইঞ্জিনরুমে আগুন লাগে। প্রবা ফটো

শনিবার সকালে চাঁদপুরের হাইমচর এলাকায় পৌঁছলে লঞ্চটির ইঞ্জিনরুমে আগুন লাগে। প্রবা ফটো

ভোলা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া কর্ণফুলী-৩ নামে একটি যাত্রীবাহী লঞ্চের ইঞ্জিনরুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর তাৎক্ষণিকভাবে চাঁদপুরের হাইমচরে মেঘনায় লঞ্চটি নোঙর করায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে চার শতাধিক যাত্রী। অবশ্য হুড়োহুড়ি করে নামতে গিয়ে লঞ্চের আট যাত্রী আহত হয়েছে। আহতরা হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

শনিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় ভোলার ইলিশাঘাট থেকে যাত্রী নিয়ে কর্ণফুলী-৩ লঞ্চটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এরপর বেলা ১১টায় চাঁদপুরের হাইমচর এলাকায় পৌঁছলে লঞ্চটির ইঞ্জিনরুমে আগুনের ঘটনা ঘটে।

চাঁদপুর নৌ-অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ বেলা ১১টার দিকে মাঝেরচর এলাকায় চার শতাধিক যাত্রী নিয়ে কর্ণফুলী লঞ্চটি পৌঁছলে ইঞ্জিনের ত্রুটিজনিত কারণে আগুন লেগে যায়। ৯৯৯ এ কল পেয়ে চাঁদপুর নৌ-পুলিশের ফায়ার সার্ভিসসহ নীলকমল, আলুরবাজার ও হরিণাঘাট নৌ পুলিশ ফাঁড়ির তিনটি টিম, উপজেলা প্রশাসন, কোস্ট গার্ড ঘটনাস্থলে উপস্থিত হয়। লঞ্চের ইঞ্জিন রুমে শ্রমিকেরা আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় যাত্রীরা। চাঁদপুর নৌবন্দর ও পরিবহন বিভাগের তদন্ত রিপোর্টের পর কর্ণফুলী লঞ্চের আরও দুইটি লঞ্চ গিয়ে যাত্রীদের উদ্ধার করে ঢাকা আনা হয়।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা