× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বানারীপাড়ায় উপজেলা চেয়ারম্যান প্রার্থীর ভুয়া আইডি, থানায় জিডি

প্রবা প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৪ ২২:৫৭ পিএম

বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন সানা। প্রবা ফটো

বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন সানা। প্রবা ফটো

বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলাদ হোসেন সানার নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খোলা হয়েছে। এ ঘটনায় শুক্রবার (১৯ এপ্রিল) রাতে তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।  

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম প্রতিদিনের বাংলাদশেকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী মাওলাদ হোসেন সানার নামে একটি ভুয়া আইডি খোলা হয়েছে- এমন অভিযোগে জিডি করেছেন তিনি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৮ এপ্রিল রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেখতে পান আওয়ামী লীগ নেতা মাওলাদ হোসেন সানার ছবি ও নাম ব্যবহার করে আইডি খোলা হয়েছে। ‘Advocates maold hosan sana’ নাম দিয়ে খোলা ওই আইডি তার নয়। 

মাওলাদ হোসেন সানা জানান, তিনি উপজেলা চেয়ারম্যান প্রার্থী। ধারনা করা হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে ভুয়া আইডি দিয়ে কেউ আপত্তিকর কিংবা অনৈতিক কোন তথ্য প্রচার করবে। ফলে নির্বাচনী মাঠে বিব্রতকর পরিস্থিতির শিকার হতে হবে। এমন পরিস্থিতি থেকে নিজেকে রক্ষায় জিডি করেছেন।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা