× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিআইডি কর্মকর্তা পরিচয়ে চাঁদা নিতে গিয়ে যুবক গ্রেপ্তার

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৪ ২০:১১ পিএম

আপডেট : ১৯ এপ্রিল ২০২৪ ২১:০৫ পিএম

গ্রেপ্তার ভুয়া সিআইডি কর্মকর্তা। প্রবা ফটো

গ্রেপ্তার ভুয়া সিআইডি কর্মকর্তা। প্রবা ফটো

সিআইডি কর্মকর্তা পরিচয়ে চাঁদা নিতে গিয়ে নওগাঁর ধামইরহাটে রেজওয়ানুল আহমেদ পিয়াল নামে এক যুবক গ্রেপ্তার হয়েছে। পিয়াল বগুড়ার আদমদিঘী উপজেলার ছাতিয়ান গ্রাম ইউনিয়নের রিয়াজ আহমেদের ছেলে। ধামইরহাট উপজেলার রূপনারায়ণপুর এলাকা থেকে আটকের পর শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাহাউদ্দিন ফারুকী বলেন, ‘পিয়াল ধামইরহাট উপজেলার বিভিন্ন এলাকায় নিজেকে সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করতেন। ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নিতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রূপনারায়ণপুর এলাকায় জনগণ তাকে আটক করে। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।’

ওই এলাকার বাসিন্দা আদিবাসী মানুয়েল তপ্ন বলেন, ‘ভয়ভীতি দেখিয়ে বিকাশ ও নগদের মাধ্যমে আমার কাছ থেকে ২৯ হাজার টাকা নেন পিয়াল। পরে আরও টাকা দাবি করলে বিষয়টি আমি স্থানীয় লোকজনদের জানাই। স্থানীয় জনতা তাকে চ্যালেঞ্জ করে এবং আটক করে থানায় খবর দেয়।’

তিনি বলেন, ‘বেশ কিছু দিন ধরে আমার মতো এলাকার অন্য নিরীহ লোকজনের কাছেও বিভিন্ন ফন্দি এঁটে প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়ে আসছে ওই প্রতারক।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা