× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাটোরে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিবেদক

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৪ ১৯:৪৪ পিএম

আপডেট : ১৯ এপ্রিল ২০২৪ ১৯:৫০ পিএম

নাটোরে মোহন আলী নামে এক হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। প্রবা ফটো

নাটোরে মোহন আলী নামে এক হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। প্রবা ফটো

জেল থেকে বের হওয়ার প্রায় চার মাস পর নাটোরে মোহন আলী নামে এক হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মোহন আলী জেলার বাগাতিপাড়া উপজেলার চকমহাপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক।

পুলিশ জানিয়েছে, মোহন তার ভ্যান মেরামতের জন্য পাশের বাঘা উপজেলার খাগোরবাড়িয়া বাজারের মকবুল মেকানিকের কাছে নিয়ে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে বাগাতিপাড়া উপজেলার পাকা ইউনিয়নের চকমহাপুর এলাকায় ফাঁকা রাস্তায় অতর্কিত হামলা চালিয়ে তাকে কুপিয়ে আহত করে খুনি। চিৎকার শুনে স্থানীয়রা গিয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে শুক্রবার (১৯ এপ্রিল) ভোরে মোহনের মৃত্যু হয়।

নিহতের মামা আয়নাল আলী বাগাতিপাড়া মডেল থানায় হত্যা মামলা করেছেন। তিনি বলেন, ‘প্রায় তিন বছর আগে খাগোরবাড়িয়া গ্রামে জাকির হোসেন নামে এক ব্যক্তি খুন হন। সেই হত্যার সঙ্গে জড়িত সন্দেহে মোহনকে আসামি করা হয়। সেই মামলায় মোহন কারাগারে ছিলেন। প্রায় চার মাস আগে জামিনে মুক্তি পান। পরিকল্পনা করে মোহনকে কুপিয়ে হত্যা করেছে খুনি।’ তিনি খুনির শাস্তি দাবি করেছেন।

বাগাতিপাড়া মডেল থানার ওসি নান্নু খান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘মরদেহের ময়নাতদন্ত হয়েছে। নিহতের মামা বাদী হয়ে একটি মামলা রজু করেছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। আশা করছি, দ্রুত পুলিশ তাদের গ্রেপ্তার করতে সক্ষম হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা