বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৪ ১৯:১১ পিএম
আপডেট : ১৯ এপ্রিল ২০২৪ ১৯:৩৮ পিএম
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের বোয়ালখালীতে সাফা নামের ছয় মাস বয়সি এক শিশুর আকস্মিক মৃত্যু হয়েছে। তবে পরিবারের ধারণা, শিশুটি হিট স্ট্রোকে মারা গেছে।
শুক্রবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার পশ্চিম শাকপুরা ২ নম্বর ওয়ার্ড আনজিরমারটেক সৈয়দ আলমের নতুন বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সাফা একই এলাকার নিজাম উদ্দীনের মেয়ে।
নিজাম উদ্দীন বলেন, ‘ভোরে মায়ের বুকের দুধ পান করার কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ে সাফা। এ সময় ঘরে বিদ্যুৎ ছিল না। সকাল ৭টায় মেয়েকে কোলে নেওয়ার পর তার শরীর ঠান্ডা অনুভব করায় তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাবরিনা আকতার তাকে মৃত ঘোষণা করেন। বিদ্যুৎ না থাকায় হিট স্ট্রোকে মারা গেছে সে।’
তবে ডাক্তার সাবরিনা আকতার বলেন, ‘হিট স্ট্রোকে মারা গেছে কি না, সেটা পুরোপুরি বলা যাচ্ছে না। ময়নাতদন্ত করলে তার প্রতিবেদনের ভিত্তিতে বলা যাবে আসলে কী হয়েছিল শিশুটির। তবে ধারণা করা হচ্ছে, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার কমপক্ষে দুই ঘণ্টা আগে সে মারা গেছে।’
বোয়ালখালী থানার উপপরিদর্শক (এস আই) মিনহাজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রতিদিনের বাংলাদেশকে জানান, গরমে মারা গেছে শিশুটি। হিট স্ট্রোক কি না, জানি না। পরিবারের সিদ্ধান্তে শিশুটির ময়নাতদন্ত হয়নি।