× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাশিয়ানীতে চলাচলের পথে বাঁশের বেড়া, ‘অবরুদ্ধ’ দুই পরিবার

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৪ ১৮:৪০ পিএম

আপডেট : ১৯ এপ্রিল ২০২৪ ২১:২৯ পিএম

বন্ধ করা বাড়ির প্রবেশপথে দাঁড়িয়ে রয়েছে অবরুদ্ধ পরিবারের সদস্যরা। প্রবা ফটো

বন্ধ করা বাড়ির প্রবেশপথে দাঁড়িয়ে রয়েছে অবরুদ্ধ পরিবারের সদস্যরা। প্রবা ফটো

গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি নিয়ে দ্বন্দ্বে দুটি পরিবারের বাড়ির পথে বাঁশের বেড়া দিয়ে যাতায়াতের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। 

শুক্রবার (১৯ এপ্রিল) উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের কামারোল গ্রামে সরেজমিনে দেখা গেছে, এক সপ্তাহ ধরে ‘অবরুদ্ধ দশা’ পার করছে পরিবার দুটি। শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে দুর্ভোগের শিকার হচ্ছে ছেলেমেয়েরা। বয়োজ্যেষ্ঠরাও পড়েছেন বিপাকে। কোনোমতে পাশের একটি সরু পথ দিয়ে বাড়ি থেকে বের হচ্ছে তারা। 

স্থানীয় তাসলিমা বেগম বলেন, ‘পূর্বপুরুষের আমল থেকে আমরা এখানে বসবাস করছি। সেই থেকে পথটি চলাচলে ব্যবহার করে আসছি। জমি নিয়ে দ্বন্দ্বে ১২ এপ্রিল প্রতিবেশী নিয়াম শেখ, মুরসালিন শেখ, রিয়াজ শেখ আমাদের বাড়ির প্রবেশপথে বাঁশের বেড়া দিয়ে কলা ও কচুগাছ লাগিয়ে দিয়েছে। এতে আমাদের বাড়িতে আসা-যাওয়ার একমাত্র পথ বন্ধ হয়ে গেছে। বাড়ি থেকে বের হতে পারছি না। ছেলেমেয়েরা স্কুল-কলেজে যেতে পারছে না। বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ইউপি চেয়ারম্যানের কাছে গিয়েও কোনো কাজ হয়নি। আমাদের বাড়ি থেকে বের হতে পথের ব্যবস্থা করে দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’ 

অপর পরিবারের সদস্য জোসনা বেগম বলেন, ‘আমার বাড়ি থেকে বের হওয়ার পথ প্রতিবেশীরা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে। এ ছাড়া আমার বিল্ডিংঘেঁষে নালা খুঁড়ে রেখেছে। যাতে আমরা চলাচল করতে না পারি। চলাচলে প্রতিবন্ধকতার পাশাপাশি আমার জায়গা ভেঙে যাচ্ছে।’ 

এ বিষয় প্রতিবেশী মুরসালিন শেখের সঙ্গে যোগাযোগ করলে ফোনে তিনি বলেন, ‘ওখানে কোনো পথ ছিল না। আমরা আমাদের জায়গায় বেড়া দিয়েছি। উল্টো প্রতিপক্ষরা আমাদের জায়গা জড়িয়ে ঘর তুলেছে। এমনকি আমাদের গায়েও হাত তুলেছে তারা। যে কারণে আমরা বেড়া দিয়েছি এবং ওখানে আমরা বসতঘর তুলব।’ 

ওড়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বদরুল আলম বিটুল বলেন, ‘চলাচলের পথ বন্ধের বিষয়টি আমি শুনেছি। তবে যারা পথ বন্ধ করে দিয়েছে, তাদের ওই জমি রেকর্ডীয় সম্পত্তি। বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সমাধানের চেষ্টা করব।’ 

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুজ্জামান সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, ‘আমি এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। তবে আপনাদের মাধ্যমে বিষয়টি জানলাম। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা