× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ব্যবস্থা নিচ্ছে সরকার : কৃষিমন্ত্রী

সুনামগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৪ ১৪:৪৫ পিএম

আপডেট : ১৯ এপ্রিল ২০২৪ ১৫:৪৪ পিএম

শুক্রবার সকালে সুনামগঞ্জ সদর উপজেলার ‘দেখার হাওরে’ বোরো ধান কাটা উৎসব পর্যবেক্ষণ করেন কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ। প্রবা ফটো

শুক্রবার সকালে সুনামগঞ্জ সদর উপজেলার ‘দেখার হাওরে’ বোরো ধান কাটা উৎসব পর্যবেক্ষণ করেন কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ। প্রবা ফটো

কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ বলেছেন, কৃষকের উৎপাদিত ফসলের সঠিক মূল্য দিতে চায় সরকার। সরকারের সীমাবদ্ধতা রয়েছে। সুনামগঞ্জ ঝুঁকিপূর্ণ এলাকা। এখানে বন্যা দুর্যোগ বেশি হয়। খরাও হয়। জেলা প্রশাসনকে বলেছি কৃষকদের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ব্যবস্থা নিতে।

শুক্রবার (১৯ এপ্রিল) সকালে সুনামগঞ্জ সদর উপজেলার ‘দেখার হাওরে’ বোরো ধান কাটা উৎসবে মন্ত্রী এসব কথা বলেন। 

তিনি বলেন, ‘মধ্যস্বত্বভোগীরা যেন সুবিধা নিতে না পারে, সিন্ডিকেট করে কৃষকদের যেন বিপদে ফেলতে না পারে, সেদিকে লক্ষ রাখতে হবে। প্রশাসন ও জনপ্রতিনিধিরা সজাগ থাকলে কৃষকরা বঞ্চিত হবেন না।’

মন্ত্রী আরও বলেন, ‘কৃষিকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। কৃষকের ধানের মূল্য নির্ধারণ করতে আগামী পরশু (রবিবার) মিটিং করব। দাম নির্ধারণ করে সরকারের কাছে প্রস্তাবনা পাঠাব।’

এ সময় উপস্থিত ছিলেন সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ সাদিক, ১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত চন্দ্র সরকার, জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা