× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘যে এলাকা থেকে ভোট কম দেবেন, সে এলাকায় উন্নয়নে হাত দিব না’

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪ ২১:০৮ পিএম

আপডেট : ১৭ এপ্রিল ২০২৪ ২১:৫৯ পিএম

সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শিউলী একরাম বাজারে পথসভায় বক্তব্য প্রদানকালে একরামুল করিম চৌধুরী।

সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শিউলী একরাম বাজারে পথসভায় বক্তব্য প্রদানকালে একরামুল করিম চৌধুরী।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নোয়াখালীর সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন সংসদ সদস্য একরামুলের ছেলে আতাহার ইশরাক ওরফে সাবাব চৌধুরী। এই নির্বাচনে নিজের ছেলের পক্ষে যেসব এলাকা থেকে ভোট কম পড়বে, সেসব এলাকার উন্নয়নে হাত দেবেন না বলে হুমকি দিয়েছেন নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের এই সংসদ সদস্য।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শিউলী একরাম বাজারে একটি পথসভায় এমন কথা বলেন তিনি।

পথসভায় তার এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

যদিও একরামুল করিম চৌধুরীর দাবি, তার বক্তব্যের অংশবিশেষ কাটাছেঁড়া করে কেউ উদ্দেশ্যমূলকভাবে তা প্রচার করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এই সংসদ সদস্যকে বলতে শোনা যায়, ‘যে এলাকা থেকে ভোট কম দেবেন, সে এলাকায় আমি কোনো উন্নয়নে হাত দিব না। স্ব স্ব এলাকা, গিভ অ্যান্ড টেক। আমাকে দিবেন, আমি আপনাদের দিব।’

একরামুল আরও বলেন, ‘আমারে এমপি বানাইছেন, আমি তো বলছি, পাঁচ বছর ক্ষমতায় আছি। এখন আমার মনমতো উপজেলা চেয়ারম্যান যদি বানান... আমার মিডলম্যান আমি আপনাদের উপহার দিয়ে গেলাম। আমি আজ এখানে এসে দাঁড়িয়ে কথা বলছি। পরে এখানের যেকোনো একটি দোকানে বসে আপনাদের সঙ্গে সুখ-দুঃখের কথা বলব।’

জানা যায়, সুবর্ণচর উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম এবং সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর ছেলে আতাহার ইসরাক সাবাব চৌধুরী। ১৭ এপ্রিল মনোনয়ন যাচাই-বাছাই। ২২ এপ্রিল প্রত্যাহার, ২৩ এপ্রিল প্রতীক বরাদ্দ ও ৮ মে উপজেলাটিতে ভোটগ্রহণ।

পথসভায় বক্তব্যের বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য একরামুল বলেন, ‘ভোটারদের উন্নয়ন বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে কোনো বক্তব্য দিইনি। এলাকার উন্নয়ন নিয়ে দেওয়া আমার বক্তব্যের কোনো অংশকে কাটাছেঁড়া করে কেউ উদ্দেশ্যমূলকভাবে তা প্রচার করছে।’

‘তা ছাড়া আমি ছেলেকে নির্বাচনে প্রার্থী করিনি। আমার ছেলে একজন ব্যবসায়ী। এলাকার জনগণ জোর করে তাকে প্রার্থী করিয়েছে। সে এমনিতেই জিতবে,’ যোগ করেন তিনি।

এদিকে তার এই বক্তব্যের নিন্দা জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম। তিনি বলেন, ‘নির্বাচনে ভোটাররা যে প্রার্থীকে পছন্দ করবেন, তাকে ভোট দেবেন, এটাই স্বাভাবিক। কিন্তু তার (একরামুল) মতো একজন ব্যক্তি ক্ষমতার দাপট দেখিয়ে ভোটারদের এলাকায় উন্নয়ন না করার হুমকি দেওয়া মোটেই সমীচীন নয়।’

এ সময় এ বক্তব্যের ভিডিওসহ নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দেবেন বলেও জানান তিনি।

সার্বিক বিষয়ে জানতে চাইলে জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম বলেন, ‘প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনের পর সংসদ সদস্য নির্বাচনের প্রচারণা করতে পারবেন না। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন পার হলেই কাউকে নির্বাচনে প্রার্থী হিসেবে গণ্য করা হয়। এর আগে সংসদ সদস্য তার পরিবারের সদস্য হিসেবে তাকে (আতাহার ইশরাক) পরিচয় করিয়ে দিতে পারেন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনের পর সংসদ সদস্য নির্বাচনের প্রচারণা করতে পারবেন না।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা