× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে দুই চিকিৎসকের ওপর হামলা

জড়িতদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪ ১৯:৩৬ পিএম

আপডেট : ১৭ এপ্রিল ২০২৪ ১৯:৫২ পিএম

চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান সমিতি। প্রবা ফটো

চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান সমিতি। প্রবা ফটো

চট্টগ্রামে দুই চিকিৎসকের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান সমিতি। এ সময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তার করা না হলে সর্বাত্মক কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ডাক্তাররা।

বুধবার (১৭ এপ্রিল) দুপুর ২টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আল্টিমেটাম দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি ডা. মোহাম্মদ শরীফ বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছেন চিকিৎসকরা। একের পর এক চিকিৎসকের ওপর হামলার ঘটনা ঘটলেও উপযুক্ত বিচার না হওয়ার কারণে চিকিৎসকদের ওপর হামলা বেড়েই চলছে। অন্যান্য সময় হামলা হলেই কর্মবিরতিতে যাওয়ার ঘটনা ঘটলেও এবার আমরা ধৈর্য ধরেছি। রোগীদের সেবা দেওয়া অব্যাহত রেখেছি। কিন্তু এর কোনো সুফল মেলেনি। বিষয়টি হতাশাজনক।’

তিনি বলেন, ‘পটিয়ায় যে হামলার ঘটনা ঘটেছে সে ঘটনায় পুলিশ প্রথমে মামলাও নিতে চায়নি। পরে মামলা নিলেও কোনো আসামিকে গ্রেপ্তার করেনি। সবাই জানে স্থানীয় প্রভাবশালীরা আসামিদের পক্ষ নিয়েছে। স্বাস্থ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আসামি গ্রেপ্তারের নির্দেশ দিলেও স্থানীয় প্রভাবশালীদের কারণে সেটা সম্ভব হচ্ছে না।’

স্থানীয় প্রভাবশালী বলতে কাকে বোঝাচ্ছেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে নববর্ষের অনুষ্ঠানে আসামিদের ছবি ভাইরাল হয়েছে। কারা এই প্রভাবশালী সেটা সবাই জানে। সেই কথা বলে আমি নিজেকে অনিরাপদ করতে চাই না।’

বিচারহীনতার সংস্কৃতির কারণে বারবার চিকিৎসকদের ওপর হামলার ঘটনা ঘটছে মন্তব্য করে ডা. মোহাম্মদ শরীফ বলেন, ‘একটা ঘটনার যদি বিচার না হয়, অপরাধীরা যদি ছাড় পেয়ে যায়, তাহলে সন্ত্রাসীরা আরও দুঃসাহস দেখাবে। সার্বিকভাবে চিকিৎসকরা কর্মক্ষেত্রে খুবই অনিরাপদ। চিকিৎসকদের সুরক্ষায় শক্তিশালী একটা আইন হোক। চিকিৎসকদের মধ্যে যদি নিজেদের নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠা কাজ করে, তাহলে তাদের কাছ থেকে কখনোই ভালো চিকিৎসাসেবা আশা করা যাবে না।’

তিনি আরও বলেন, ‘প্রত্যক্ষ ও পরোক্ষভাবে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শান্তির জোর দাবি জানাচ্ছি। পটিয়া ও মেডিকেল সেন্টারের ঘটনায় আসামিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে সর্বাত্মক কর্মবিরতির মতো কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব।’

চিকিৎসকদের ওপর হামলার বিষয়ে কথা বলেন বিএমএ নেতা ও স্বাচিপ চট্টগ্রামের সভাপতি ডা. শেখ শফিউল আজম। তিনি বলেন, ‘আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। চিকিৎসকরা অনিরাপদ থাকলে চিকিৎসাসেবা ব্যাহত হবে। আমরা এমন ঘটনার নিন্দা জানাচ্ছি, পাশাপাশি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।’

এ সময় আরও উপস্থিত ছিলেন, বেসরকারি হাসপাতাল মালিক সমিতির সাধারণ সম্পাদক ডা. লিয়াকত আলী খান, ডা. আবুল কাসেম মাসুদ, ডা. আরিফুল আমিন, ডা. রেজাউল করিম, ডা. মনিরুল ইসলাম, ডা. মনিউজ্জামান প্রমুখ।

এর আগে ১০ এপ্রিল (বুধবার) রাত সাড়ে ১১টার দিকে পটিয়ার একটি বেসরকারি হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রক্তিম দাশের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ছৈয়দসহ তিনজনকে আসামি করে মামলা হলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এ ছাড়া রবিবার (১৪ এপ্রিল) চট্টগ্রামের জিইসি মোড়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসক রিয়াজ উদ্দিন হামলার শিকার হন। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হলেও জামিনে মুক্তি পান তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা