× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৪ শিশুকে ৩ ঘণ্টা কান ধরিয়ে রাখার অভিযোগ ইউএনও’র বিরুদ্ধে

শরীয়তপুর প্রতিবেদক

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪ ২২:৪৪ পিএম

আপডেট : ১৭ এপ্রিল ২০২৪ ০৯:৩৭ এএম

শরীয়তপুরে পার্ক। ছবি : সংগৃহীত

শরীয়তপুরে পার্ক। ছবি : সংগৃহীত

শরীয়তপুরে পার্কে টিকিট ছাড়া প্রবেশ করায় চার শিশুকে তিন ঘণ্টা কান ধরিয়ে দাঁড় করে রাখার অভিযোগ উঠেছে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাইন উদ্দিনের বিরুদ্ধে।

সোমবার (১৫ মার্চ) সন্ধ্যায় শরীয়তপুর পৌরসভার শিল্পকলা একাডেমির মাঠ এলাকায় শরীয়তপুর পার্কে এ ঘটনা ঘটে।

শিশুদের কান ধরে দাঁড় করিয়ে রাখার ছবি ও ভিডিও করেন পার্কে আসা দর্শনার্থীরা। এসব ছবি ও ভিডিওতে ইউএনওকে দেখা গেছে।

মঙ্গলবার এ বিষয়ে শরীয়তপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আসলে সদর উপজেলার নিবার্হী অফিসার অনেক মেধাবী। সে এরকম কাজ করতে পারে না। তবে আনসারে সদস্যরা এ গুলো করেছে।’ ইউএনওর উপস্থিতি এবং কার্যক্রমের ভিডিও রয়েছে জানানো হলে তিনি বলেন, ‘আমি বিষয়টি খতিয়ে দেখছি।’

ইউএনও মাইন উদ্দিন বলেন, ‘কয়েক শিশু দেয়াল টপকে পার্কে ঢুকেছিল। পাশে যারা ছিলেন, তারা তাদের ধরে এনেছেন। ওরা দাঁড়িয়ে ছিল, ভয়ে হয়তো কানে হাত দিয়েছে। তবে তাদের (শিশুদের) বলেছি, দেয়াল টপকে পার্কে প্রবেশ করা অপরাধ। এটা চুরির সমান অপরাধ। তোমরা আর কখনও এ কাজ করবে না। সৎ ও ভালো মানুষ হয়ে জীবনযাপন করবে। এমন লেসন (শিক্ষা) দিয়ে তাদের ছেড়ে দিয়েছি।’

শরীয়তপুর জেলা শহরে সদর হাসপাতালের সামনে ও জেলা শিল্পকলা একাডেমির পাশে পার্ক নির্মাণ করেছে জেলা প্রশাসন। ‘শরীয়তপুর পার্ক’ নামকরণ করা পার্কটি ঈদের দিন চালু করা হয়। পার্কটিতে শিশুদের খেলার জন্য ১৫-১৬টি বিভিন্ন রাইড বসানো হয়েছে। পার্কের প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। পার্কের দেখভালের দায়িত্বে আছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনউদ্দিন। পার্কের শৃঙ্খলা নিয়ন্ত্রণে কয়েকজন গ্রাম পুলিশ ও আনসার সদস্য নিযুক্ত করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা