নাটোর প্রতিবেদক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪ ১৮:১৭ পিএম
আপডেট : ১৬ এপ্রিল ২০২৪ ১৮:২৭ পিএম
নাটোরে পৌর কাউন্সিলর ও ঠিকাদারদের মধ্যে বিলের পাওনা টাকা নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় ওয়ার্ড কাউন্সিলর ও এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুর ২টার দিকে নাটোর পৌরসভা চত্বরে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি নিজেই প্রতিদিনের বাংলাদেশকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত ২৫ বছরের সিহাব হোসেন শিশির পৌরসভার মল্লিকাহাটি মোজাহার হোসেনের ছেলে। জিজ্ঞাসাবাদের জন্য আটকরা হলেন নাটোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রোকনুজ্জামান হিরো ও একই এলাকার যুবলীগ নেতা হাসানুর রহমান হাসু।
নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি বলেন, পিংকি ঠিকাদারি প্রতিষ্ঠান নাটোর পৌরসভার ৯৮ লাখ টাকার ড্রেনেজ নির্মাণ কাজের টেন্ডার পায়। তিন মাস আগেই ওই কাজ শেষ হয়েছে। নাটোর পৌরসভার কাউন্সিলর রোকনুজ্জামান হিরো ও যুবলীগ নেতা হাসানুর রহমান হাসুর মধ্যে এ টেন্ডারের টাকা পাওনা নিয়ে বিরোধ চলছিল।
তিনি জানান, বিষয়টি মীমাংসা করতে মঙ্গলবার দুপুরে পৌর মেয়রের সম্মেলন কক্ষে সালিশি বৈঠক বসে। এর মধ্যেই উভয় পক্ষ পৌরসভা চত্বরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় শিশির নামে এক যুবককে নাটোর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নাটোর থানার ওসি মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় একজন মারা গেছেন। মরদেহ হাসপাতালে রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।