× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় পুলিশের ওপর ককটেল হামলা, গ্রেপ্তার ২

বগুড়া অফিস

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৪ ১২:১৬ পিএম

বাঁয়ে কবির আকন্দ ও ডানে সাজু হোসেন। ছবি কোলাজ : প্রবা

বাঁয়ে কবির আকন্দ ও ডানে সাজু হোসেন। ছবি কোলাজ : প্রবা

বগুড়ায় ককটেল হামলায় দুই পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি)। 

রবিবার (১৪ এপ্রিল) ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন শহরের সুলতানগঞ্জ ঘুনপাড়া এলাকার কবির আকন্দ এবং বৃন্দাবন দক্ষিণপাড়া এলাকার সাজু হোসেন। তাদের মধ্যে কবির এজাহারনামীয় ৫ নম্বর আসামি এবং সাজু তদন্তে প্রাপ্ত আসামি। 

ডিবির ওসি মুস্তাফিজ হাসান বলেন, পুলিশের ওপর ককটেল হামলার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে ঈদের দিন রাতে শহরের সুলতানগঞ্জ পাড়ার ঘুনপাড়া এলাকায় এক নারী ৯৯৯ ফোন করে মারধরের কথা জানান। এ খবর পেয়ে এএসআই আব্দুর রশিদ ও কনস্টেবল মাহবুব হোসেন ঘটনাস্থলে যান। এ সময় এক যুবক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন। পুলিশ তাকে থামতে বললে ওই যুবক ঘুরে ককটেল নিক্ষেপ করে। এতে ঘটনাস্থলে থাকা ওই দুই পুলিশ সদস্য গুরুতর আহত হন। ককটেল নিক্ষেপকালে ওই যুবকের সাথে আরও কয়েকজন যুবক ছিল বলে জানায় পুলিশ। 

এ ঘটনায় শুক্রবার রাতে উপশহর ফাঁ‌ড়ির ইনচার্জ ইন্স‌পেক্টর জালাল উদ্দিন বাদী হয়ে এ মামলা করেন। মামলায় পাঁচ জন নামীয়সহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা